Anindya Chatterjee

Anindya Chatterjee: সারা বছরই নতুন পোশাক পরতে হয়, কিন্তু অনিন্দ্যর কাছে পুজো মানেই সাবেক সাজ

পেশার কারণেই সারা বছর নানা ধরনের নতুন পোশাক পরতে হয় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। কিন্তু পুজোর বিশেষ সাজটা কেমন তাঁর কাছে?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৩:৫১
Share:
০১ ০৭

মনে-প্রাণে পুরোদস্তুর বাঙালি অনিন্দ্য চট্টোপাধ্যায়। পুজো মানেই তাঁর কাছে উত্তর কলকাতার আমেজ।

০২ ০৭

পেশার কারণেই সারা বছর নতুন নতুন জামাকাপড় কিনতে হয়, পরতে হয় অনিন্দ্যকে। তাই নতুন জামা পরার ছোটবেলার উত্তেজনাটা এখন কমেছে।

Advertisement
০৩ ০৭

কিন্তু পুজোয় বাঙালি সাজে সাজতে তো হবেই। আর সেই সাজ সম্পূর্ণ হয় না পাঞ্জাবি না পরলে।

০৪ ০৭

আর পাঞ্জাবির সঙ্গে চাই মানানসই ধুতি। তবেই হবে ষোলো আনা পুজোর সাজ।

০৫ ০৭

তবে এই সাজ নিয়ে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করতে অনিন্দ্যর অসুবিধা নেই। তাই বাঙালি ধাঁচের ধুতি-পাঞ্জাবি ছাড়াও রাজস্থানী বন্‌ধগলা এবং আফগান ধুতিও পরতে বাধা নেই।

০৬ ০৭

তাই পাঞ্জাবি শ্যুটের সঙ্গে তিনি বেছে নিয়েছেন ছেলেদের পালাজো ট্রাউজার। এ বারে অনিন্দ্যর পুজোর সাজ এমনই।

০৭ ০৭

ছবি: সম্রাট দাস, রূপটান শিল্পী: সাহিল খান, সাজ: অনুপম চট্টোপাধ্যায়, পোশাক: অমলিন দত্ত (শর্বরী স্টুডিয়ো), স্নান: ক্যান্টিন পাব অ্যান্ড গ্রাব

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement