Durga Puja 2020

কচি মুখেদের হাসিই এ বার গ্ল্যাম-মমদের পুজো-স্পেশাল!

টলি-কন্যেদের মনে বেশ ফুরফুরে খুশি খুশি হাওয়া। সৌজন্যে কচি মুখেরা। কেউ সদ্য মা হয়েছেন, কারও ছানারা বেশ খুদে এখনও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২০ ১৬:৪২
Share:
০১ ০৮

এ বারের পুজোটায় কেমন একটা বিষণ্ণতার গন্ধ। প্যান্ডেল থেকে প্যান্ডেল টইটই নেই, রেস্তোরাঁয় জমিয়ে খাওয়া নেই, একসঙ্গে আড্ডা-হুল্লোড়েও কিন্তু-কিন্তু ভাব। তবু তার মধ্যেও টলি-কন্যেদের মনে বেশ ফুরফুরে খুশি খুশি হাওয়া। সৌজন্যে কচি মুখেরা। কেউ সদ্য মা হয়েছেন, কারও ছানারা বেশ খুদে এখনও। তাদের নিয়েই মনখারাপিয়া পুজোও দিব্যি আনন্দে কাটবে ‘গ্ল্যাম মম’দের। অন্তত সোশ্যাল মিডিয়া তেমনই বলছে!  

০২ ০৮

সদ্য মা হয়েছেন শুভশ্রী। পুত্রের নাম রেখেছেন ইউভান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই খুদে। অভিনেত্রী সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই নানা মুহূর্তের ছবি নিয়মিত ফেসবুক-ইনস্টাগ্রামে শেয়ার করছিলেন হবু মা-বাবা।

Advertisement
০৩ ০৮

ছেলে ইউভানের জন্মের পর থেকেই বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও শেয়ার করছেন সেলেব দম্পতি রাজ-শুভশ্রী। পলকে তা ভাইরালও হয়ে যাচ্ছে। কোনও ভিডিওয় ছেলের সঙ্গে গল্পে মত্ত রাজ, কোনওটায় শুভশ্রী আর ইউভানের আদরমাখা মুহূর্ত। 

০৪ ০৮

বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টলি নায়িকা কণীনিকা এবং তাঁর পুতুল পুতুল মেয়ে অন্তঃকরণা। ছবি-ভিডিওতে দেখা গিয়েছে তাঁদের একসঙ্গে কাটানো আহ্লাদী সময়ের গল্প। এখন তো খুদে কন্যে নিজেই রীতিমতো স্টার!

০৫ ০৮

কখনও মায়ের সঙ্গে খেলায় মেতেছে অন্তঃকরণা। কখনও মায়ের কোলেই ঘুমিয়ে কাদা ক্লান্ত পুচকি। মা-মেয়ের মিষ্টি জুটি সোশ্যাল মিডিয়ায় অনেকেরই মন জয় করে নিয়েছে। পোস্ট হতে না হতেই বান ডাকছে লাইক-কমেন্ট-শেয়ারের।

০৬ ০৮

কিছুদিন আগে মা হয়েছেন টলিউডের আরও এক জন জনপ্রিয় মুখ। কোয়েল মল্লিক। কুট্টি ছানার সঙ্গে কাটানো আমোদ-আহ্লাদ-খুনসুটির নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তিনিও। নেটিজেনদের আদরও দেদার কুড়োচ্ছে তারকা-পুত্র।

০৭ ০৮

ছোট্ট সহজকে নিয়েই এ বার পুজো কাটবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। অতিমারির কারনে দীর্ঘদিন ঘরবন্দি থাকতে হলেও তাই একটুও খারাপ লাগেনি তাঁর। ছেলের সঙ্গে হাসি-মজা-আড্ডায় ভালই কাটছে দিনগুলো।

০৮ ০৮

জনপ্রিয় টিভি সঞ্চালক তথা অভিনেত্রী সুদীপা মুখোপাধ্যায়ও এই লকডাউনে দারুন মজায় কাটিয়েছেন ছেলে আদিদেবের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মা-ছেলের দুষ্টু-মিষ্টি মুহূর্তের নানা ছবি। গোল গাল আর দুষ্টু হাসিতে মন কেড়ে ছোট্ট আদি এখন নেটিজেনদের চোখের মণি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement