নবরাত্রির নবম তথা শেষ দিনে দুর্গা পূজিত হন সিদ্ধিদাত্রী রূপে। বিশ্বাস অনুযায়ী, তিনি-ই অর্ধনারীশ্বরের দেবীরূপ।
চতুর্ভুজা এই দেবী পদ্মাসীনা। তাঁর চার হাতে ধরা থাকে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম।
তাঁর ডান দিকের এক হাতে ধরা থাকে চক্র। অন্য হাতে তিনি ধরে রয়েছেন গদা।
বাঁ দিকের একটি হাতে শঙ্খ এবং অন্য হাতে শোভা পায় প্রস্ফুটিত কমল।
দেবী সিদ্ধিদাত্রীর আরাধনায় অজ্ঞানতা দূর হয়ে ব্রহ্মজ্ঞান লাভ করেন ভক্তরা।
দেবী দুর্গার সিংহবাহিনী এই রূপ ৮ রকম সিদ্ধি দান করেন।
কথিত, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সিদ্ধিজ্ঞানের লাভ করেছেন তাঁর কাছ থেকেই।
গন্ধর্ব, যক্ষ, দেব এবং অসুর— সকলে দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করেন।
দেশের বিভিন্ন অংশে আছে মা সিদ্ধিদাত্রীর মন্দির। সেগুলির মধ্যে অন্যতম হল বারাণসী, ছত্তীসগঢ়ের দেবপাহাড়ি এবং মধ্যপ্রদেশের সাতনা ও সগরের সিদ্ধিদাত্রী মন্দির।
নবরাত্রি-সহ বিভিন্ন পুণ্য লগ্নে এই মন্দিরগুলিতে সমবেত হন ভক্তরা।