বাদামতলা আসার সঙ্ঘের পুজোতে আলো-আঁধারিতে মণ্ডপ সজ্জা নজর কেড়েছে।
প্রতিমা দেখতে ভিড় জমতে শুরু করে দিয়েছে।
যোধপুর পার্কে প্রতিমার কৃষ্ণবর্ণ রূপ।
ঢাকে কাঠি পরার আগেই ভিড় জমেছে সেখানে।
মুদিয়ালির ঠাকুর দেখতে ভিড় জমছে মহালয়ার পর থেকেই।
সাবেক ঠাকুর নজর কেড়েছে দর্শনার্থীদের।
অজয় সংহতির পুজোতে ভিড় জমছে দর্শনার্থীদের।
তাদের প্রতিমার রূপে প্রাণ পেয়েছে বাংলার স্নিগ্ধ মায়ের রূপ।
সাবেকি প্রতিমার মূর্তি দেখতে ভিড় জমছে ভবানীপুর সার্বজনীনের মণ্ডপে।
প্রতিমার মুখের স্নিগ্ধতা নজর কেড়ে নিয়েছে ভবানীপুরে।
একডালিয়ার পুজোতে চোখ টানছে সাবেকি ঠাকুর।
তাদের মণ্ডপে এ বারও আলো ছড়াচ্ছে বিশাল ঝাড়বাতি।
সাবেক প্রতিমা দেখতে ভিড় জমছে সিংহি পার্কের পুজোয়।
মণ্ডপসজ্জায় ব্যবহার হয়েছে বিভিন্ন আঁকা ছবি।
শিবমন্দিরের পুজোয় দেখা যাচ্ছে কৃষ্ণবর্ণ প্রতিমা।
জমকালো মণ্ডপ চোখ টানছে দর্শকদের।
নাকতলা উদয়ন সংঘের এ বার প্রতিমার চার দিকে রেখেছে জলের আধার।
তাতে ফুটে উঠেছে প্রতিমার রূপ।
হিন্দুস্থান পার্কের পুজোয় অভিনবত্ব দেখা গিয়েছে এ বারেও।
আলো-আঁধারির মাঝে হিন্দুস্থান পার্কের পুজো অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে দক্ষিণ কলকাতায়।