টলিপাড়ার পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায়। পঞ্চমী থেকেই তাঁর বাড়িতে পুজো শুরু হয়ে যায়।
বাড়ি ভর্তি আত্মীয়,বন্ধু। মাকে গয়না পরানো, ভোগ দেওয়া— সব মিলিযে সে এক এলাহি আয়োজন। স্বামী অগ্নিদেব, বড় ছেলে আকাশ সহ পরিবারের সকল সদস্য মেতে উঠেছেন পুজোর আনন্দে।
এ বছরেও তার ব্যতিক্রম ঘটেনি। পঞ্চমী থেকেই তাঁর বাড়িতে সাজ সাজ রব।
মায়ের সঙ্গে পাল্লা দিয়ে সুদীপার ছেলে আদিদেভও মেতে উঠেছে পুজোর আনন্দে। এই প্রথমবার মহাসপ্তমীতে অঞ্জলীও দিয়েছে সে।
বাড়ির মহিলা ব্রিগেডও কোনও অংশে কম যান না। লাল পাড় সাদা শাড়ির ট্র্যাডিশনাল লুকে ছক্কা হাঁকিয়েছেন সবাই।
স্বামী অগ্নিদেবের সঙ্গে সুদীপাকে দেখা গিয়েছে খোশ মেজাজে।
অষ্টমীতে বসেছিল গানের আড্ডা। মটরমালা আর পুরনো জরোয়ার ঝুমকোলতায় সেজেছিলেন সুদীপা।
চট্টোপাধ্যায় বাড়ির পুজো দেড়শো বছরেরও পুরোনো। কিন্তু কলকাতায় এ বারে তা ৯ বছরে পা দিয়েছে।
পুজোর সময় বাড়ির বাইরে বেরনো বারণ চট্টোপাধ্যায় পরিবারের সদস্যদের।
নবমীর দিন আমিষ ভোগ নিবেদন করা হয়। ওই দিন ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাই হাজির হন ঐতিহ্যময় সেই পুজোয়।