কোন কোন মণ্ডপ না দেখলেই মিস? হ্যাটা হতে হবে বন্ধুদের কাছে? রইল সে সবের হদিশ।
বড়িশা তার মধ্যে অন্যতম। মাটির হাঁড়ি ও আলোকসজ্জার কেরামতিতে সেজে উঠেছে বড়িশা ক্লাবের পুজোমণ্ডপ। রয়েছে শিল্পের ছোঁয়া।
মহালয়ার পর থেকেই মানুষ আসতে শুরু করেছে বড়িশা ক্লাবের প্যান্ডেলে। উৎসাহী দর্শক পুজো শুরুর আগেই ঘুরে আসছেন ভিড় এড়ানোর জন্য।
বড়িশা যুবকবৃন্দের প্রতিমা প্রতি বছরের মতো এ বছরও চোখ টেনেছে দর্শনার্থীদের।
আলো-আঁধারির খেলায় এক মায়াবী আলো ছড়িয়ে রয়েছে মণ্ডপ জুড়েই। বিগ্রহ এই আলোয় আরও মায়াবী হয়ে উঠেছে।
বড়িশা সর্বজনীন বরাবরই কলকাতার সেরা পুজোগুলির অন্যতম। এ বছরও এখানকার প্রতিমার স্নিগ্ধ রূপ প্রশংসিত হয়েছে দর্শনার্থীদের কাছে।
অপরূপ মণ্ডপসজ্জা দেখতে বড়িশা সর্বজনীনে দর্শনার্থীরা ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছেন। বিগ্রহ, আলো, মণ্ডপ সবেতেই মুন্সিয়ানা রয়েছে এই প্যান্ডেলে।
বড়িশা ইউথ ক্লাব কলকাতার সেরা পুজোর একটি। প্রতি বছরই মণ্ডপসজ্জায় চমক থাকে এদের। এ বারও বাঁশ আর কঞ্চির সূক্ষ কাজে সেজে উঠেছে এই মণ্ডপ।
প্রতিমার স্নিগ্ধ রূপ দেখতে এই মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে ইতিমধ্যেই। প্রতিমার আদলও মণ্ডপের মতোই চোখধাঁধানো।
বেহালা ব্রহ্মসমাজ সাবেক রূপে সেজে উঠেছে পুজোয়। প্রতিমাসজ্জায় আছে শৈল্পিক ছোঁয়া।
থিম পুজো নয় বরং সাবেকিয়ানায় ভরসা রেখেছেন বেহালা ব্রহ্মসমাজের উদ্যোক্তারা।
প্রতি বছরের মতো বেহালা নেতাজি সঙ্ঘের পুজো এ বারও তাদের অভিনবত্ব বজায় রেখেছে।
প্রতিমা ও মণ্ডপসজ্জায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। আলোতেও রয়েছে বাহারি চমক।
বেহালা নতুন দল কলকাতার অন্যতম সেরা পুজোর একটি। পোড়ো মন্দিরের আদলে সেজে উঠেছে মণ্ডপ।
প্রতিমার রূপেও থাকছে বিশেষ চমক। বেহালা নতুন দলে কালো পোড়া মাটির রঙে সেজে উঠেছেন মা।