Durga Puja 2019 Tollywood Actress Durga Puja Celebration Ananda Utsav 2019

লড়াইয়ের গসিপকে উড়িয়ে দিয়ে পুজোতেও একসঙ্গে মিমি-নুসরত!

আনন্দবাজার ডিজিটালে মিমি ও নুসরতের কিছু অন্তরঙ্গ মুহূর্ত ধরা রইল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ ১৪:১৭
Share:
০১ ০৯

ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যায় মিমি আর নুসরতের মধ্যে ঠান্ডা লড়াইয়ের সম্পর্ক। আসলে তা একেবারেই সত্য নয়। নুসরতকে তার বিয়েতে আইবুড়ো ভাত খাওয়ানো থেকে শুরু করে তার বিয়েতে ছায়াসঙ্গী হিসেবে সর্বক্ষণ পাশে ছিলেন মিমি।

০২ ০৯

আনন্দবাজার ডিজিটালে মিমি ও নুসরতের কিছু অন্তরঙ্গ মুহূর্ত ধরা রইল। রইল তাদের পুজোর প্ল্যানের হদিশ।

Advertisement
০৩ ০৯

এ বছর বিয়ের পর নুসরতের প্রথম পুজো। এই পুজোতে দুই টলিনায়িকা একটা দিন একসঙ্গে কাটানোর প্ল্যান সেরে রেখেছেন আগে থেকেই।

০৪ ০৯

মিমির বাড়িতে পুজোর কোনও এক সন্ধ্যায় জমিয়ে বৈঠকি আড্ডা দেওয়ার প্ল্যানও রয়েছে নুসরতের। সঙ্গে থাকবে আরও বন্ধুবান্ধব।

০৫ ০৯

চলবে রাতভোর আড্ডা। থাকবে খাওয়াদাওয়ার বিশেষ আয়োজন। কাজের কথা নয় বরং নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের কথাই থাকবে সেই আড্ডার ‘হট টপিক’!

০৬ ০৯

কেবল অভিনয় নয়, টলিউডের দুই সম্রাজ্ঞী এখন সাংসদও বটে। রয়েছে কাজের অনেক চাপ ও দায়িত্ব।

০৭ ০৯

তাঁদের বন্ধুত্ব এতটাই গাঢ় যে এত ব্যস্ততার মাঝেও পুজোয় একে অপরের জন্য সময় বার করে রেখেছেন মিমি ও নুসরত।

০৮ ০৯

পুজোর আগেই মিমির ইউটিউব চ্যানেল লঞ্চ হয়েছে। সেই চ্যানেলে গান গেয়েছেন মিমি। সেই ভিডিও নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে ইতিমধ্যেই।

০৯ ০৯

পুজোয় নুসরত তার স্বামী নিখিলকে হিন্দোলগঞ্জে নিয়ে গিয়ে নাড়ি পাচারের শিকার হওয়া মেয়েদের শাড়ি ও শালোয়ার কামিজ বিতরণ করেছেন। তার কথায় কেবল নিজের জন্য জামাকাপড় কেনা নয় অন্যকেও উপহার দেওয়ার মধ্যে রয়েছে এক অদ্ভুত আনন্দ।(ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement