পুজোর আগে প্রিয়ঙ্কা সরকারের কাজ থেকে মুখ তোলার জো নেই। পুজোর ব্র্যান্ডিং তো রয়েছেই, সঙ্গে ফোটোশুটের কাজও চলছে পুরোদমে। এত কিছুর মধ্যেও তাঁকে আলাদা করে সময় রাখতে হচ্ছে আসন্ন ছবির কাজে। ছেলে সহজের জন্যও রাখতে হচ্ছে সময়।
রাজীবের পরবর্তী ছবি ‘প্রতিঘাত’-এর শুটিং শুরু হয়েছে সম্প্রতি। সেখানে সোহমের বিপরীতে দেখা যাবে প্রিয়ঙ্কাকে। এই ছবি নিয়ে খুবই আশাবাদী অভিনেত্রী।
‘আমার আপনজন’-এর পর এই নিয়ে দ্বিতীয় বার সোহমের সঙ্গে কাজ করছেন প্রিয়ঙ্কা। তাঁর কথায়, ‘‘সোহমের সঙ্গে আবারও কাজ করতে পেরে খুবই ভাল লেগেছে। অনেক দিন থেকেই সোহমের সঙ্গে কাজ করতে চাইছিলাম। ফাইনালি সেটা হল। মজা করেই কাজ চলছে।’’
এ ছাড়া জি ফাইবের ওয়েব সিরিজ ‘ফিল্টার কফি লিকার চা’-তেও তিনি অভিনয় করেছেন। হইচইয়ের ওয়েব সিরিজ ‘হ্যালো’-তেও তিনি নজর কেড়েছেন। এই সিরিজের থার্ড সিজন শুরু হতে চলেছে।
বর্ণপরিচয় ছবিতে প্রিয়ঙ্কার অভিনয় নিয়েও প্রশংসা করেছেন সমালোচকরা। এই মুহূর্তে তিনি নিজেও যেমন ‘অন্দরকাহিনী’ নিয়ে উত্তেজিত, তেমনই দর্শকও অপেক্ষা করে আছেন এই ছবিটির জন্য।
‘আমার আপনজন’-এর পর এই নিয়ে দ্বিতীয় বার সোহমের সঙ্গে কাজ করছেন প্রিয়ঙ্কা। তাঁর কথায়, ‘‘সোহমের সঙ্গে আবারও কাজ করতে পেরে খুবই ভাল লেগেছে। অনেক দিন থেকেই সোহমের সঙ্গে কাজ করতে চাইছিলাম। ফাইনালি সেটা হল। মজা করেই কাজ চলছে।’’
পুজোয় আত্মীয়-পরিজন ছাড়াও বন্ধুদের জন্যও কিছু কেনাকাটা করেছেন বইকি। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায়, ফোটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে ফিসফাস। যদিও প্রিয়ঙ্কার কথায়, ‘‘আমরা দু’জনেই খুব ভাল বন্ধু।’’
প্রিয়ঙ্কার ছেলে সহজের প্রতিও তথাগত যথেষ্ট সংবেদনশীল। প্রিয়ঙ্কার ফোটোশুট নিয়েও পেশাদার ফোটোগ্রাফার হিসেবে খুবই খুঁতখুঁতে তথাগত। তথাগতর সঙ্গে এই বন্ধুত্ব খুবই উপভোগ করেন প্রিয়ঙ্কা।
বাঘাযতীন তরুণ সংঘের পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রিয়ঙ্কা। পুজোর চার দিনই অনেকটা সময় কাটাবেন এখানে। তার মধ্যেও ঘুরে আসবেন পছন্দের পুজো মণ্ডপগুলিতেও।
যদিও নিজের চেহারা নিয়ে খুবই সচেতন প্রিয়ঙ্কা, ‘ফিটনেস ফ্রিক’ বলেও বন্ধুরা লেগ পুল করেন, তবু পুজোয় সকলের মতোই প্রিয়ঙ্কারও ডায়েটের সঙ্গে আড়ি। বরং এই ক’দিন কব্জি ডুবিয়ে খেতে চান তিনি। (ছবি: তথাগত ঘোষ, মেক আপ: সুমন গঙ্গোপাধ্যায়।)