Durga Puja 2019 Ananda Utsav 2019 Tollywood Celebrity Durga Puja Celebration

প্যান্ডেল হপিং না বাড়িতেই খুনসুটি, কেমন কাটছে সেলেবদের দুর্গাপুজো

পুজোতেও সেলেবরা তাঁদের সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন দর্শকদের সামনে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৯ ১৩:৪৮
Share:
০১ ১১

টলিউডের হিট জুটি মিমি-অঙ্কুশ। পুজোতেও একসঙ্গে ছবি দিয়ে তাঁদের সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন দর্শকদের সামনে।

০২ ১১

পুজোয় সুদীপা সময় কাটাচ্ছেন তাঁর ছেলের সঙ্গে।

Advertisement
০৩ ১১

পুজো মানেই আড্ডা, খুনসুটি। রাজ-শুভশ্রীও পুজোর ভিড় এড়িয়ে খুনসুটিতে মত্ত।

০৪ ১১

পুজোতে একসঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন গৌরব-ঋদ্ধিমা। এ বারেও তার অন্যথা হয়নি।

০৫ ১১

রোশন সিংহ-এর সঙ্গে বিয়ের পর প্রথম পুজো শ্রাবন্তীর। ছবিতে বেশ খুশি মনেই দেখা যাচ্ছে তাঁকে।

০৬ ১১

দুবাই যাওয়ার আগে জমিয়ে প্যান্ডেল হপিং করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

০৭ ১১

মিসম্যাচ ওয়েব সিরিজের র‍্যাচেল হোয়াইট পুজোতে বেছে নিয়েছেন ওয়েস্টার্ন পোশাক।

০৮ ১১

পুজোয় যদি প্রতিমাদর্শনই কাজ হয়ে যায় তা হলে আর পায় কে। রুপম-পাওলি সেরা পুজো খুঁজে নেওয়ার ফাঁকে ছবিও তুলছেন দু’জনে।

০৯ ১১

রানী রাসমণির দিতিপ্রিয়াকে দেখা যাচ্ছে অন্য লুকে। পুজোয় লাল পাড় সাদা শাড়িই যে বঙ্গনারীদের প্রথম পছন্দ তার প্রমাণ দিতিপ্রিয়াও।

১০ ১১

‘সোয়েটার’-এর ইশা সাহা এই পুজোতে নিজেকে সাজিয়েছেন সবুজ শাড়িতে। তাঁর মিস্টি হাসি মন কেড়েছে বহু বঙ্গতনয়ের।

১১ ১১

মধুমিতা ব্যস্ত সঞ্চালনার কাজে। তবে আড্ডা চলছে সেখানেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement