দুর্গাপুজো মানেই দেবী আরাধনা, ঢাকের তাল, ধুনুচি নাচ আর জমিয়ে ভুরিভোজ। আর সেই ভূরিভোজ যদি হয় পাঁচতারা হোটেলে? তাও আবার পকেটসই দামে! পুজো উপলক্ষে জেডাব্লিউ ম্যারিয়ট আয়োজন করেছে পুজোর মহাভোজ থালি।
ইতিমধ্যেই কলকাতায় ম্যারিয়টের বাফে মেনু ভোজনরসিকদের মনে বেশ দাগ কেটেছে। তাদের পুজো স্পেশাল বাফেতেও থাকছে বেশ চমক! সাধারণের সাধ্যের মধ্যেই থাকছে এই পুজো স্পেশাল বাফে মেনু।
পুজোর ক’দিন গ্র্যান্ড বলরুমের মেনুতে থাকছে বাঙালিয়ানার ছোঁয়া। মা ঠাকুমার হেঁসেলের হারিয়ে যাওয়া পদগুলি আবার ফিরে পাবেন ম্যারিয়টের শেফদের অভিনব সব টুইস্টের সঙ্গে। পাবেন পাবেন এঁচড়ের ডালনা, আম কাসুন্দি পনির, পোস্ত মুরগির মতো একাধিক পদের সম্ভার।
শুধুই বাঙালিয়ানা নয়, মেনুতে থাকছে গন্ধরাজ ফিশ টিক্কা, মটন রোগানজোসের মতো উত্তর ভারতীয় নানাবিধ পদ। মহাভোজ মেনুর জন্য খরচ পড়বে ১৩৫০ টাকা প্লাস ট্যাক্স।
শুধু কি তাই, পুজোতে জে ডাব্লিউ কিচেনে থাকছে বাফের এলাহি আয়জন। এই বাফের মেনুতে পাবেন কন্টিনেন্টাল ও এশিয়ান খাবারের মেলবন্ধন! স্টার ফ্রাই এশিয়ান গ্রিন, চিংড়ি মালাইকারি, সর্ষে মাছ, মুর্গ তারিওয়ালা, কলকাতা চিকেন বিরিয়ানির মতো আরও অনেক পদ।
পুজো স্পেশাল এই বাফে মেনু চলবে ষষ্ঠী থেকে দশমী অবধি। এক্ষেত্রে লাঞ্চ বাফের দাম পড়বে ১৪৫০ টাকা প্লাস ট্যাক্স। ডিনার বাফের দাম পড়বে ১৬৫০ টাকা প্লাস ট্যাক্স। আর মাঝরাতে এই বাফের দাম পড়বে ১২৭০ টাকা প্লাস ট্যাক্স।
ষষ্ঠী থেকে নবমীতে জে ডাবলু ম্যারিয়টে আপনি আরও পাবেন ভিনটেজ এশিয়ার লোভনীয় সব পদ। ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর এই মেনু লাঞ্চে আপনার জন্য সার্ভ করা হবে। দাম পড়বে ১৩৫০ টাকা প্লাস ট্যাক্স।
কেবল ভুরিভোজের আয়োজনই নয় উৎসবের মরসুমে জে ডাবলু ম্যারিয়ট আপনার বিনোদনের কথাও মাথায় রেখেছে। সপ্তমীতে আপনার মনোরঞ্জন করবেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও সুছন্দা ঘোষ। অষ্টমীতে ‘দ্য মিলিপুটস্’ পরিবেশন করবে বাংলা ফোক রক ফিউশন। নবমীতে থাকছে ছৌনাচের বিশেষ আয়োজন।
পুজো উপলক্ষে জে ডাবলু ম্যারিয়ট আয়োজন করেছে দুর্দান্ত স্টে প্যাকেজ। যার মধ্যে থাকছে শারদীয়ার মহাভোজ এবং প্যান্ডেল হপিং এর সুযোগ।
একঘেয়ে জীবন থেকে এক়টু ব্রেক নিয়ে দু’এক দিন পরিবার কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা এই প্রপার্টি। ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পুজো স্পেশাল এই স্টে প্যাকেজ ব্যবস্থা থাকছে আপনাদের জন্য। দাম ৬৯৯৯ টাকা প্লাস ট্যাক্স।