বেহালায় ঐতিহ্যশালী পুজোর মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির পুজো অন্যতম। নিয়ম-নীতি মেনে পুরনো এই পুজো নিয়ে পরিবারের সকলেই বেশ ব্যস্ত থাকেন।
বিগ্রহ ও খুব জাঁকজমক না থাকলেও এই পুজো খ্যাত তার আন্তরিকতা ও নিয়মনিষ্ঠার জন্য। সব ব্যস্ততা সেরেও সৌরভ নিজেও উপস্থিত থাকেন বাড়ির এই পুজোয়।
অষ্টমীর দিন এখানে পুজোর জাঁক অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। নিয়ম মেনে কুমারী পুজোও অনুষ্ঠিত হল।
পুজোর পর বাড়ির কুমারীকে নিয়ে ছবিও তুললেন সৌরভের পরিবারের লোকজন। এই পুজো উপলক্ষে দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনরাও আসেন বাড়ির পুজোতে।
সৌরভ গঙ্গোপাধ্যায়কেও দেখা গেল কুমারীর সঙ্গে আলাদা করে ছবি তুলতে। বাড়ির এই পুজোয় স্টারডম সরিয়ে মহারাজ একেবারেই ঘরের ছেলে!
পুজোর বেশির ভাগ দায়িত্ব সামলান সৌরভের মা, কাকিমা ও গঙ্গোপাধ্যায় বাড়ির বউরা। ভোগ থেকে শুরু করে পুজোর অন্যান্য কাজ সবতেই হাত লাগান নিকটাত্মীয়েরা।
বাড়ির ছোটরাও এই পুজোর আনন্দ একসঙ্গে উপভোগ করে। হইচই, আনন্দ, খেলাধুলোর মধ্যে দিয়েই এই পুজোয় দিন কাটে তাদের।
পুজোর পর বাড়ির মহিলারা একসঙ্গে ছবিও তুললেন। এই ক’টা দিন সকলে মিলিমিশে কাটিয়ে আবার ফিরবেন যে যার কাজে। তার আগে পারিবারিক এই মিলন সকলেরই বড় প্রিয়।