দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এ বার কালীপুজো। ফের উৎসবের আমেজ শহর কলকাতায়। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সর্বত্র। এখন থেকেই আলোর সাজে সেজে উঠেছে শহর। তার মধ্যে চলছে ধনতেরাসের কেনাকাটাও। কিন্তু শহরের প্রাচীনতম চার কালী মন্দিরের কী অবস্থা? সে দক্ষিণেশ্বর মন্দির হোক বা কালীঘাট মন্দির, ঠনঠনিয়া অথবা ফিরিঙ্গি কালীবাড়ি, সব প্রসিদ্ধ পুজোগুলির হাল হকিকত এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস জেনে নিন এক ক্লিকে।