Abasoner Singhasone 2022

ফের জমবে পুজোর লড়াই, শুরু হল আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘আবাসনের সিংহাসনে’ ২০২২

ভাবছেন, আপনার আবাসনের পুজোই এই বছরের সেরা? প্রতিমা থেকে থিম, পুজোর ধরন থেকে মণ্ডপসজ্জা, সব ক্ষেত্রেই নজর কাড়ার মতো?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৯
Share:

আবাসনের সিংহাসনে ২০২২

শহর জুড়ে যেন পুজোর মরসুম। গড়িয়াহাট থেকে হাতিবাগান, শপিং মলে কালো মাথার ভিড়। গোটা শহর মেতে উঠেছে মাতৃ আরাধনার মেজাজে। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে যে!

Advertisement

এই উদ্দীপনাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে প্রতি বছরের মতো এ বারও শুরু হল আনন্দবাজার অনলাইন আয়োজিত, ‘আবাসনের সিংহাসনে’ ২০২২ — কলকাতার সেরা আবাসনের পুজোর খোঁজ, পাওয়ার্ড বাই পার্টনার মার্লিন রাইজ ও ম্যাক্স ফ্যাশন, কো-পাওয়ার্ড বাই পার্টনার ক্যাডবেরি সেলিব্রেশান, বাজার কলকাতা ও আইআইএইচএম। আমাদের অন্যান্য সহযোগিরা হল, শপার্স স্টপ, পতঞ্জলি, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল, টাটা নিউ, শ্রীহরি জুয়েলারি, রেশম শিল্পী, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ডলার এবং সোচ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং জিতে নিন অনন্য সম্মান।

এই প্রতিযোগিতায় কারা অংশ নিতে পারবে?

Advertisement

শুধুমাত্র কলকাতা ও সল্টলেক সংলগ্ন এলাকার বিভিন্ন আবাসন, যারা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করে, তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন

প্রতিযোগিতার রূপরেখা:

  • প্রতিযোগিতায় অংশ নিতে সংশ্লিষ্ট প্রতিযোগীকে একটি ফর্ম পূরণ ও তথ্য প্রদানের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য পাশের লিঙ্কে ক্লিক করুন — https://bit.ly/3RwWTyc
  • প্রাথমিক স্তরে মোট অংশগ্রহণকারীর মধ্যে থেকে প্রথম দুশোটি পুজোকে বেছে নেব আমরা।
  • এর পরেই শুরু হবে আসল লড়াই! মণ্ডপে প্রতিমা আসার পরে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে ছবি ও তথ্য-সহ নতুন একটি ফর্ম পূরণ করতে হবে।
  • এর পরে শুরু হবে ভোটিং পর্ব। পুজোর ছবি ও তথ্য বিচার করে ভোটদানের মাধ্যমে আপনারাই ঠিক করবেন 'জনতার রায়ে সেরা' পুজো কোনটি।

প্রতিযোগিতার অন্য পর্যায়ে এই দু’শোটি পুজোর মধ্যে সেরা ২০টিকে বেছে নেওয়া হবে। যার মধ্যে থেকে চূড়ান্ত পর্বে বিভিন্ন বিভাগে সেরার সেরা শিরোপা পাবে মোট দশটি পুজো। কলকাতার এই সেরা দশটি আবাসনের পুজোকে বেছে নিতে আমাদের সঙ্গে থাকবেন খ্যাতনামা তারকারা।

সময়সীমা

প্রতিটি মণ্ডপ ভাল করে পরিদর্শনের পরে মাননীয় বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতেই কলকাতার সেরা দশটি আবাসনের পুজো বেছে নেওয়া হবে। এই চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ৩ অক্টোবর, মহাষ্টমীর দিনে।

এর পরে বিজয়ী প্রত্যেকটি পুজোর উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার এবং ট্রফি। সঙ্গে থাকছে নগদ পুরস্কারও।

ভাবছেন, আপনার আবাসনের পুজোই এই বছরের সেরা? প্রতিমা থেকে থিম, পুজোর ধরন থেকে মণ্ডপসজ্জা, সব ক্ষেত্রেই নজর কাড়ার মতো? তা হলে আর দেরি কেন? আজই অংশগ্রহণ করুন এই প্রতিযোগিতায় এবং জিতে নিন অনন্য সম্মান!

রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন

আমাদের সহযোগিরা -

পাওয়ার্ড বাই পার্টনার - মার্লিন রাইজম্যাক্স ফ্যাশন কো-পাওয়ার্ড বাই পার্টনার: বাজার কলকাতা, আইআইএইচএম

অন্যান্য সহযোগিরা -শপার্স স্টপ, পতঞ্জলি, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল, টাটা নিউ, শ্রীহরি জুয়েলারি, রেশম শিল্পী, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement