আজ ষষ্ঠী! আর ষষ্ঠীর মানেই একেবারে সাদামাটা লুকই হয় অভিনেত্রীর সঙ্গী। সায়ন্তনী বলেন, “আমি ছিমছাপ থাকতেই পছন্দ করি। আমার ভাল লাগে সালোয়ার কামিজ পরতে।” বাকিদের জন্য কী টিপস্ দেবেন নায়িকা? তিনি বলেন, “পুজো যেহেতু, তাই এথনিক বা ট্র্যাডিশনাল সাজই আমার ভাল লাগে। তবে যাঁরা ওয়েস্টার্ন পছন্দ করেন, তাঁদের টিপস্ দিচ্ছি তাঁরা এই দিনটা ইন্দো-ওয়েস্টার্ন কিছু পরতে পারেন।”
সপ্তমীতে অভিনেত্রীর প্রথম পছন্দই হল শাড়ি। তবে সাজ হবে পরিমিত। সায়ন্তনী বলেন, “সুন্দর একটা লাইট প্যাস্টেল রঙের শাড়ি আমি পরব। সঙ্গে সুন্দর একটা স্লিভলেস ব্লাউজ থাকবে।” “যেহেতু এখনও গরম আবহাওয়াটা রয়েছেই, তাই হালকা কিছু কানের দুল পরব। সেই সঙ্গে হাতে কিছু একটা পরতে পারি। কিন্তু গলাটা খালিই রাখব।” সপ্তমীর সাজের ক্ষেত্রে অভিনেত্রীর টিপস্, এ দিন কিছু কটন বা হ্যান্ডলুম শাড়ি পরা যেতে পারে। তবে শাড়ি খুব রঙিন যদি হয়, তা হলে তার সঙ্গে মানানসই মেকআপ আর গয়না পারফেক্ট!
অষ্টমীর দিন বাঙালি শাড়ি পরবে না, এমনটা হতেই পারে না! ব্যতিক্রমী নন সায়ন্তনীও। তিনি জানান, তাঁর নিজের বাড়িতেই হয় দুর্গাপুজো। কাজেই অষ্টমীর সকাল মানেই অভিনেত্রীর প্রথম পছন্দ সাদা কিংবা লাল শাড়ি অথবা সাদা এবং লালের মিশেলে যে কোনও শাড়ি। বাকিদের ক্ষেত্রেও কি একই টিপস্? সায়ন্তনী বলেন, “যাদের বাড়িতে পুজো হচ্ছে, তাদের জন্যে তো বটেই। এ ছাড়াও বাকি সকলকেই আমি বলব, অষ্টমীর সকালটা তাঁত কিংবা ঢাকাইয়ের সঙ্গে শুরু করতে।” সকালের সাজ পরিমিত হলেও অষ্টমীর বিকেলটা কিন্তু জমকালো হতেই হবে! অভিনেত্রী বলেন, “এদিন বিকেলে লাল কিংবা গোলাপি বা অন্য যে কোনও রঙের শাড়ি পরা যেতে পারে। তবে সেটা আড়ম্বরপূর্ণ হলে খুব ভাল হয়। সঙ্গে একটু ভারী গয়না হলেই বা ক্ষতি কী!”
তবে অভিনেত্রীর কাছে নবমীর সাজে থাকতেই হবে ইন্দো ওয়েস্টার্নের ছোঁয়া। তিনি বলেন, “আমরা লেহঙ্গা পরতে পারি। বা থ্রি পিস ড্রেসগুলোও মন্দ নয়। পুজোর শেষ দিনে একটা চমক তো রাখতেই হয়। আমরা মেকআপের ক্ষেত্রেও পশ্চিমি ঘরানা রাখতে পারি। তবে গয়না যত কম পরা যায় তত ভাল।”
দশমীর দিন দেবীবরণ আর ধুনুচি নাচের ফাঁকে আরামদায়ক কোনও শাড়িই অভিনেত্রীর ভরসা। কোনও নরম ঢাকাই বা লিনেন কিংবা কটন বেছে নেওয়া যেতে পারে। তবে সেটা অবশ্যই লাল ঘেঁষা হলে খুব ভাল। সাদা-লাল হলে তো কোনও কথাই নেই।
নায়িকা বলেন, “তবে পুজোর দিনগুলোতে আমরা চোখের মেকআপে বেশি জোর দিতে পারি। ষষ্ঠীর দিন চোখের মেকআপটা ন্যুড করতে পারি। সপ্তমীর দিন স্মাজ আইলুক করতে পারি। অষ্টমীর দিন ট্র্যাডিশনের সঙ্গে কপালে বড় টিপ আর সঙ্গে গাঢ় লিপস্টিক একেবারেই মানানসই। আর নবমীটা জমকালো রাখা যেতে পারে। তবে ইন্দো ওয়েস্টার্নের সঙ্গে টিপটা বাদ দিলে ভাল। আর দশমীতে তো সিঁদুর খেলা। ওই দিন যৎসামান্য মেকআপেই সুন্দর লাগবে।”