কোজাগরী লক্ষ্মীপুজোর দিন আলাদা করে বাড়ির পুজোর ভিডিয়ো দিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী।
নবমীতে যুগলে এক ফ্রেমে বন্দি হয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সেই ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামেও। বলেছিলেন, অনেক বাধা পেরিয়েও কিছু রীতি তাঁরা বজায় রেখেছেন। যেমন, পুজোয় একসঙ্গে নিজস্বী তোলা। সম্ভবত লক্ষ্মীপুজোতেও তাঁরা একসঙ্গে ছিলেন। দু’জনে মিলেই পুজোর আয়োজন করেছিলেন কাঞ্চন মল্লিকের বাড়িতে। প্রমাণ? সেই ইনস্টাগ্রাম।
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন আলাদা করে বাড়ির পুজোর ভিডিয়ো দিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। এ দিকে ভিডিয়োয় স্পষ্ট, একই বাড়ির পুজো উদযাপন দেখিয়েছেন তাঁরা। শুধু নিজেদের একসঙ্গে দেখাননি। বুধবার পুজোর সন্ধেয় কাঞ্চন প্রথমে ভিডিয়ো দেন ইনস্টাগ্রামে। বলেন, ‘‘মা দুর্গা ফিরে গিয়েছেন। রেখে গিয়েছেন নিজের মেয়ে লক্ষ্মীকে। তাই মনখারাপ না করে, সকলের উচিত দেবীর কাছে সুখ-সমৃদ্ধি প্রার্থনা করা।’’ বাড়িতে কী কী আয়োজন হয়েছে, তা-ও দেখিয়েছেন ভিডিয়োয়। কাঞ্চনের কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রামে ভিডিয়ো দেন শ্রীময়ীও। কাঞ্চনের বাড়ির পুজোর আয়োজন হুবহু তাঁর ভিডিয়োয় ধরা!
নবমী নিশিতে তাঁরা পোশাকে রংমিলন্তি। কোজাগরীতেও কি তাঁরা একই পথের পথিক? একসঙ্গে রাত জেগে লক্ষ্মীর আরাধনা করেছেন? উত্তর কে দেবে!