কিঞ্জল নন্দ
একটা ‘ঘটনা’, একটা ‘খুন’... তারপর থেকেই উত্তাল শহর থেকে রাজপথ! আরজি কর-পড়ুয়ার ধর্ষণ এবং খুনের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সেই রাজপথেই বারে বারে নেমেছেন অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ। বলা যেতে পারে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম দিশারী হয়ে উঠেছেন তিনি।
সত্যিই তিনি যেন কেবল পর্দার নয়, বাস্তবেরও নায়ক। প্রায় তিন মাসের মাথাতেও তিলোত্তমার বিচার অধরা। আর সেটাই যেন কুরে কুরে খাচ্ছে কিঞ্জলকে।
ভাইফোঁটার দিনে যেখানে সকলেই উদযাপনে ব্যস্ত, সেখানে তিনি সাফ জানিয়েই দিলেন, ‘যতদিন বিচার না পাব, ভাইফোঁটা নেব না, রাখীও পরব না। সেই যোগ্যতা হারিয়েছি।’ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়েই লিখলেন, ‘ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি।’ বলার অপেক্ষা রাখে না অভিনেতা এখানে নির্যাতিতা পড়ুয়ার কথাই লিখেছেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।