Workplace etiquette

কর্মক্ষেত্রে সকলের সুনজরে থাকতে চান? পেশাদারিত্ব বজায় রাখতে মেনে চলুন ৫ নিয়ম

কাজের জায়গায় পেশাদারিত্ব আর অপেশাদারিত্বের তফাতটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কাজের প্রতি নিষ্ঠা এবং আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও, পেশাদারিত্ব বজায় রাখতে গেলে কিছু নিয়ম মেনে চলতেই হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৭:১১
Share:
These etiquettes one should follow to earn respect in workplace

কর্মক্ষেত্রে নিজের সম্মান বজায় রাখতে কী কী অবশ্যই মেনে চলবেন? ছবি: ফ্রিপিক।

কাজ ভাল করলে অবশ্যই সকলে খেয়াল করবেন আপনার গুণ। তবে তা যে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়, তা-ও সকলেরই জানা। প্রত্যেকেই চান নিজেকে কাজের জায়গায় যোগ্য এবং বুদ্ধিমান প্রমাণ করতে। সহকর্মীদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকাও জরুরি। সে ক্ষেত্রে পেশাদারিত্ব আর অপেশাদারিত্বের তফাতটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কাজের প্রতি নিষ্ঠা এবং আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও, পেশাদারিত্ব বজায় রাখতে গেলে যে ক্ষেত্রেই কাজ করুন না কেন, দক্ষতার পাশাপাশি কয়েকটি বিষয় মাথায় রাখা খুব প্রয়োজন।

Advertisement

কর্মক্ষেত্রে সম্মান বজায় রাখতে হলে কী কী নিয়ম মানবেন?

১) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মীদের সঙ্গে কী ভাবে কথা বলছেন, তা খেয়াল রাখতে হবে। আলাপ-আলোচনা কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও সমস্যার সমাধান হোক বা কোনও বিষয়ে মতানৈক্য— একমাত্র আলোচনার দ্বারাই সেগুলির সমাধান সম্ভব। আর পরনিন্দা-পরচর্চা করা বন্ধ করতে হবে।

Advertisement

২) কাজের শুরুর দিন থেকেই যে কোনও নতুন কাজ শেখা বা ‘স্কিল ডেভেলপ’ করার দিকে নজর দিতে হবে। এতে সকলের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়বে। কাজ শেখার এই আগ্রহই পরবর্তী কালে কর্মক্ষেত্রে উন্নতিতে সাহায্য করবে।

৩) শিক্ষাজীবনের অভ্যাস চাকরিজীবনেও সমান ভাবে বজায় রাখা প্রয়োজন। কাজের ফাঁকে কাজ সংক্রান্ত বিষয়ে পড়াশোনা, প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে ওয়াকিবহাল থাকা এবং প্রয়োজনে সেই বিষয়ে নিজের দক্ষতা বৃদ্ধি করার চেষ্টাও করতে হবে। আর আপনি যে পরিশ্রম করছেন, তা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে হবে। সে জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথোপকথনে থাকতে হবে।

৪) সময়জ্ঞান থাকা খুব জরুরি। কাজ নির্ধারিত সময়েই শেষ করার চেষ্টা করতে হবে। সময়মতো কাজ শেষ করার অসুবিধা থাকলে সে বিষয়ে আগে থেকেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাখুন। আপনি কী কী কাজ করছেন, কতটা করেছেন, তা বিস্তারিত ভাবে কর্তৃপক্ষকে জানিয়ে রাখুন। এই অভ্যাস মেনে চলতে পারলে, কাজের জায়গায় আপনি সব সময়েই সুনজরে থাকবেন।

৫) কারও নামে নিন্দা করার আগে ভেবে দেখুন। যত অন্যের বিষয়ে খারাপ কথা বলবেন, ততই শত্রুও বাড়াবেন। তাতে নিজেরই ক্ষতি। তাই চেষ্টা করতে হবে সকলে মিলে কাজ করার। ‘টিম ওয়ার্ক’ সব সময়েই জরুরি। পারলে সহকর্মীদেরও সাহায্য করুন। এতে তাঁদের ভরসার যোগ্যও হয়ে উঠবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement