এ বছর বিয়ের পরে দ্বিতীয় পুজো। ঝুলিতে প্ল্যান ভরপুর। হাজার ব্যস্ততার মধ্যেও চুটিয়ে পুজোর প্রেমটাও থাকছে নিঃসন্দেহে।
এ বছর বিয়ের পরে দ্বিতীয় পুজো। ঝুলিতে প্ল্যান ভরপুর। হাজার ব্যস্ততার মধ্যেও চুটিয়ে পুজোর প্রেমটাও থাকছে নিঃসন্দেহে।
পুজোর দিনগুলোয় ফ্যাশন নিয়ে নো-কম্প্রোমাইজ। কোনটা পরলে ভাল দেখাবে, তার সঙ্গে কী মেকআপ হবে, সে সব আগেভাগেই ভেবে রেখেছেন ত্বরিতা।
ষষ্ঠীর সকালটা তরুণকুমারের নাতি সাজবেন লাল পাঞ্জাবিতে। আর ত্বরিতার পছন্দে সাদা শাড়ি।
টলি পাড়াতেই ত্বরিতার সঙ্গে আলাপ সৌরভের। ২০১৭-য় সেই বন্ধুত্বই মাখে প্রেমের রং।
শ্যুটিং ফ্লোর থেকে তার পরে সোজা ছাদনা তলায়। সৌরভ-ত্বরিতা এখন কাজের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন।
সপ্তমীর সাজ নিয়ে ভীষণই ব্যস্ত তারকাজুটি। ত্বরিতা চোখে কাজল পরতে এবং সৌরভ নিজের গোঁফে মানানসই লুক আনতে ব্যস্ত। ব্যস! আয়না নিয়ে রীতিমতো কাড়াকাড়ি!
সপ্তমীতে কনট্রাস্ট সাজ। তাতেই নজর কাড়বেন সৌরভ-ত্বরিতা।
সাদা কালো প্রিন্টেড ব্লাউজ। সঙ্গে কালো শাড়ি। সপ্তমীতে এই লুকই রাখতে চান ‘কড়ি খেলা’র অভিনেত্রী। সঙ্গে হাতে জাঙ্ক জুয়েলারি আর একঢাল খোলা চুল।
কালো চিকনের কাজ করা সাদা পাঞ্জাবিতে সপ্তমী জমে যাবে সৌরভ। সঙ্গে কালো চুড়ি প্যান্ট। রোদ চশমায় দু’জনেরই চোখ ঢাকা।
অষ্টমী মানেই শাড়ি আর পাঞ্জাবি। নীল রঙা চিকন কাজের পাঞ্জাবি সৌরভের সাজে। সঙ্গে গামছা প্রিন্টের ধুতি।
অন্য দিকে, নীল ব্লাউজের সঙ্গে আটপৌরে লাল শাড়িতে অষ্টমীর সকালে সেজে উঠবেন ত্বরিতা। কনট্রাস্টই এখন ফ্যাশন!
খোঁপায় সাদা ফুলের মালা, কোমরে কোমর বন্ধনী। হাল্কা সাজেই অষ্টমীতে সৌরভের মনে সুবাস ছড়াতে চান ত্বরিতা।
পুজো মানেই জমিয়ে আড্ডা আর ঠাকুর দেখা। ব্যস্ততা থাকলেও পুজোর ক’টা দিন মণ্ডপেই কেটে যায় বেশির ভাগ সময়।
উৎসবের দিন মানেই সারা বছরের ডায়েট থেকে মুক্তি। বাধানিষেধ ভুলে পুজোর ক’দিন জমিয়ে চলবে ভূরিভোজ।
রিল লাইফের ব্যস্ততা থেকে বেরিয়ে পুজোর ক’টা দিন নির্ভেজাল ছুটি। বন্ধুদের আড্ডা, জমিয়ে খাওয়াদাওয়াতেই কাটে সৌরভ-ত্বরিতা।
বিবাহিত জীবনের বয়স বিশেষ বাড়েনি এখনও। প্রেমের রেশ এখনও দিব্যি তাজা।