Karwa Chauth 2024

উৎসবের মরসুমে প্রথম করওয়া চৌথ, অদিতি-সিদ্ধার্থ থেকে রাধিকা-অনন্ত, দেখুন তালিকা

এমনিতেই উৎসবের মরসুম, তাতে বিয়ের পর প্রথম করওয়া চৌথ বলে কথা! দিনভর উপোস। শেষে চাঁদ এবং স্বামীর মুখ দর্শন করে স্বামীর হাত থেকেই জল খেয়ে উপবাস ভঙ্গ।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ২০:৫৮
Share:
০১ ০৭

‘মেরি দিলকি দুয়া ইয়ে কাহে, তেরি জোড়ি সালামত রহে…’ সেই ‘জোড়ি’ অদিতি এবং সিদ্ধার্থের হোক কিংবা সোনাক্ষী এবং জাহিরের– চলতি বছরের করওয়া চৌথ এই তারকা জুটিদের কাছে একটু বেশিই গুরুত্বপূর্ণ। এমনিতেই উৎসবের মরসুম, তাতে বিয়ের পর প্রথম করওয়া চৌথ বলে কথা! দিনভর উপোস। শেষে চাঁদ এবং স্বামীর মুখ দর্শন করে স্বামীর হাত থেকেই জল খেয়ে উপবাস ভঙ্গ। স্বামীর দীর্ঘায়ু কামনায় কেমন নিয়ম-নীতি মানছেন তারকারা? কোন তারকা জুটিরই বা প্রথম করওয়া চৌথ এটি?

০২ ০৭

মার্চ মাসে সেরেছিলেন বাগদান, গত মাসেই সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি এবং অভিনেতা সিদ্ধার্থ। কিছুটা গোপনে তেলঙ্গানায় শুধু পরিবার ও আত্মীয়-পরিজনের উপস্থিতিতে ছোট করেই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন তাঁরা। বিয়ের পর প্রথম করওয়া চৌথ এই জুটির।

Advertisement
০৩ ০৭

জানুয়ারি মাসে আংটিবদল, আর মার্চ মাসে মালাবদল! প্রায় চার দিন ব্যাপী জমকালো অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ের পর্ব সেরেছিলেন অভিনেতা পুলকিত সম্রাট এবং কৃতি খারবন্দা। প্রথম করওয়া চৌথ কেমন কাটছে এই চর্চিত যুগলের? তা ক্রমশই প্রকাশ্য।

০৪ ০৭

চলতি বছর ফেব্রুয়ারি মাসে গোয়ায় সমুদ্রসৈকতে সাত পাক ঘোরেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ এবং প্রযোজক জ্যাকি ভগনানি। পঞ্জাবি রীতি মেনেই বিয়ে সারেন অভিনেত্রী-প্রযোজক যুগল। এ বছর প্রথম বার রীতি মেনে স্বামীর জন্য উপবাস রাখতে চলেছেন রকুলপ্রীত।

০৫ ০৭

চলতি বছর পড়তে না পড়তেই আমির খানের কন্যা ইরা খান গাঁটছড়া বাঁধেন দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে। গোটা বিয়ের আসর জুড়েই ছিল নানা চমক। ধুমধাম করে বিয়ের পরে এ বছর প্রথম করওয়া চৌথ পালন করতে চলেছেন নূপুর এবং ইরা।

০৬ ০৭

চলতি বছর জুন মাসে আইনি বিয়ে সারেন অভিনেতা জাহির ইকবাল এবং সোনাক্ষী সিনহা। বৈবাহিক জীবন শুরুর পরে প্রথম করওয়া চৌথ। কী পরিকল্পনা রয়েছে তারকা জুটির?

০৭ ০৭

বলিউডের জমকালো বিয়ের প্রসঙ্গ যখন উঠেছে, তালিকা থেকে কী করে বাদ যায় বিলাসবহুল ‘অম্বানী ওয়েডিং’-এর কথা! গত ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়েন মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্ট। প্রথম করওয়া চৌথেও নতুন কী চমক থাকে, সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement