শুক্রবার অষ্টমী না নবমী? ধুর! সেই নিয়ে কথা কাটাকাটি তো লেগেই থাকবে। তাই বলে পুজোর সাজ কি মিস করা যায়! অষ্টমীর সকালে কেউ সাজলেন জমকালো লুকে। আবার কেউ নবমীতে ছিমছাম লুকেই স্বচ্ছন্দ। পুজোর সাজে কে কাকে গোল দিলেন তারকারা? সবটাই রইল আনন্দবাজার অনলাইনের পুজো স্পেশাল গ্যালারিতে।
শুক্রবার অষ্টমী না নবমী? সেই বিতর্কে যেতে চাননি গৌরব চক্রবর্তী বা ঋদ্ধিমা ঘোষ কেউই। দিনের শেষে 'পুজো তো পুজোই'! ছেলে ধীরের সঙ্গে হাসিমুখে পোজ দিলেন একসঙ্গে।
একেবারে পিকচার পারফেক্ট! একই ফ্রেমে বাবা-মা এবং পাশে স্বামী এবং সন্তান। কোয়েল মল্লিকের অষ্টমী কাটল অনেকটা এমন ভাবেই।
যেন মা-বাবার মধ্যমণি! ধুতি-পাঞ্জাবি পরে মা-বাবার মাঝখানে বসে একরত্তি ইশান। ভাইরাল যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের অষ্টমীর ছবি।
অষ্টমীতেও সাদামাটা সাজই পছন্দ দর্শনা বণিক এবং সৌরভ দাসের। এ দিন শাড়ি-পাঞ্জাবিতে সেজেগুজে ধরা দিলেন দুজনে।
বিয়ের পর প্রথম পুজো। অষ্টমীটাও নিজেদের সঙ্গেই কাটালেন সন্দীপ্তা সেন এবং সৌম্য মুখোপাধ্যায়। শাড়ি-পাঞ্জাবিতে কেমন লাগছে জুটিকে?
কোনও বিভ্রান্তি নয়, একেবারেই অষ্টমী এবং নবমীর শুভেচ্ছা জানিয়ে দিলেন অভিনেত্রী তুহিনা দাস। এ দিনের সাজে ছিল গোলাপি এবং নীলের মিশেলে সিল্কের শাড়ি, সঙ্গে নীল রঙের স্লিভলেস ব্লাউজ।
পুজোতে ছবি মুক্তি। এর থেকে বিশেষ আর কী হতে পারে! পুজোর সাজে কিন্তু ভালই 'টেক্কা' দিচ্ছেন রুক্মিণী মৈত্র।
ডাকের সাজের শ্বেতশুভ্র প্রতিমা। সঙ্গে নজর কাড়ল বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়ের যুগলবন্দি।
পরনে হলুদরঙা সালোয়ার। সঙ্গে ছিমছাম সাজেই অপরূপা ঐন্দ্রিলা সেন। কেমন কাটল অভিনেত্রীর 'সোনালি' অষ্টমী!
অষ্টমীর সকাল মানেই সাবেকিয়ানার ছোঁয়া। অপরাজিতা আঢ্যের সাজে ছিল আভিজাত্যের পরশও। নাকে বড় নথ, গলা ভর্তি সোনার গয়না এবং লাল শাড়িতে তিনি সত্যিই যেন 'রঙিন'! এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।