Anindya Chatterjee

কুমোরটুলিতে ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে যাই, সে যে কী ভয়াবহ অভিজ্ঞতা! লিখলেন অনিন্দ্য

আগামী বছর আমি পুজোয় সেই পুরনো কলকাতাকে দেখতে চাই, যে কলকাতায় আমি হেসেখেলে আনন্দ করে বড় হয়েছি। এ বছরের কলকাতাকে আমি মন থেকে মুছে ফেলতে চাই। এই কলকাতার স্মৃতি মানুষের মন থেকে চলে গিয়ে নতুন কলকাতা গড়ে উঠুক– এটাই আমার চাওয়া।

Advertisement

অনিন্দ্য চট্টোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ২০:০১
Share:

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়

ছোটবেলা থেকে উত্তর কলকাতার পুজো এখনও ভীষণ ভাবে টানে। যদিও আমি বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা, তবু ছোটবেলার পুরোটা কেটেছে উত্তরেই। সেখানেই মা-বাবার হাত ধরে ঠাকুর দেখতে যাওয়া; কুমোরটুলিতে ঠাকুর দেখতে গিয়ে ভিড়ে হারিয়ে যাওয়া; বাবা মা হন্যে হয়ে খুঁজছে আর আমিও কাঁদছি; তার পরে মাইকে ঘোষণা শুনে আবার ফিরে পাওয়া, এই সব টুকরো টুকরো স্মৃতিরা জমে আছে আমার মনের মণিকোঠায়। পুজোর খাবার, ক্যাপ বন্দুক ফাটানো, এগুলোই আমার কাছে পুজো। কলেজ জীবনে পুজোয় টুকটাক প্রেমও হয়েছে। কিন্তু এখন আর সে রকম প্রেম আসে না জীবনে।

Advertisement

তবে এ বারের পুজো আমার জীবদ্দশায় দেখা একেবারে অন্য রকম একটা পুজো। আমরা ঘুরছি ফিরছি, হাসছি, কাজ করছি। সব কিছুই করছি, কিন্তু তার মধ্যেও একটা বিষণ্ণতা সব সময়ে কাজ করছে। পুজোর বাজারও তো সে রকমই বলছে।

আগামী বছর আমি পুজোয় সেই পুরনো কলকাতাকে দেখতে চাই, যে কলকাতায় আমি হেসেখেলে আনন্দ করে বড় হয়েছি। এ বছরের কলকাতাকে আমি মন থেকে মুছে ফেলতে চাই। এই কলকাতার স্মৃতি মানুষের মন থেকে চলে গিয়ে নতুন কলকাতা গড়ে উঠুক– এটাই আমার চাওয়া।

Advertisement

এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement