জগদ্ধাত্রী দেবী দুর্গার অপর রূপ। জগৎকে ধারণ করেছেন যিনি। কাজেই তাঁর চৌহদ্দি যে কেবলমাত্র বাংলা তথা ভারতবর্ষের সীমানা মানবে, তা-ও কী হয়! তিনি বারে বারে স্বমহিমায় অবতীর্ণ হয়েছেন দেশের বাইরেও। জানেন কি, শুধু বাংলা কিংবা ভারতেই নয়, জগদ্ধাত্রীর আরাধনা হয় বিলেতের মাটিতেও।
অন্যতম ব্যস্ত শহর লন্ডন। সেখানেও জাঁকজমক করে পুজো চলে দেবীর। ওয়াটফোর্ডের একটি স্পোর্টস হল থেকে শুরু করে লন্ডন হ্যারোর জোরাস্ট্রিয়ান সেন্টার– বিভিন্ন বছরে মায়ের পুজোতে সেজে ওঠে শহরের এক প্রান্ত।
লন্ডন হ্যারো জোরাস্ট্রিয়ান সেন্টারের জগদ্ধাত্রী প্রতিমা
পুজোর আয়োজনে কিন্তু কোনও কমতি নেই। অষ্টমীর সন্ধিপুজোর আরতি থেকে শুরু করে তিন দিন ধরে পেটপুজো– সবই চলে সেখানে। সেই সঙ্গে আছে গান-বাজনার আসর, বিভিন্ন মজাদার গেম শো। সব মিলিয়ে জমে ওঠে পুজোমণ্ডপ।
প্রবাসী বাবু-বিবিদের অভ্যর্থনায় সাহেবের দেশেও পুজোর আমেজে ভাটা পড়ে না। জেনেভা শহরকেই দেখুন।
সেখানকার স্থানীয় বাঙালিরা উদযাপন করেন জগদ্ধাত্রী পুজো। নিয়মনীতি মেনে মায়ের আরাধনা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গানের আসরে জাঁকিয়ে বসে পুজোর মেজাজ।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।