আয়ারল্যান্ডের উত্তর-পশ্চিমে লেটারকেনি শহর। এখানে বসাবাসকারী কিছু বাঙালি পরিবার মিলে দুর্গাপুজো শুরু করে। আয়ারল্যান্ডে পুজোর ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার লক্ষে এই পুজোর করার কথা ভাবে তারা। আইরিশ বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘শারদ সম্মান’ পেয়েছে এই পুজো। পুজো ক’টা দিন সবার থাকে অবাধ প্রবেশ।
এই বছর প্রথম বার আয়ারল্যান্ডের মাটিতে থিম পুজো করেছে লেটারকেনি শহরের বাঙিলারা। নিজেদের থিমের সাহায্যে তারা আয়ারল্যান্ডের বুকে এক টুকরো বাংলার গ্রামকে তুলে ধরেছ।
বাংলার বিভিন্ন হস্ত শিল্পকে বিদেশের মাটিতে জায়গা দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছিল। ২০ থেকে ২২ অক্টোবর অবধি এই পুজো করেছে আয়োজকরা। শেষ দুই দিন মণ্ডপে আসা সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়।পুজো কটা দিন শঙ্খ প্রতিযোগিতা ও ধুনুচি নাচের আয়োজন করা হয়। এ ছাড়া বাংলার লোক সঙ্গীত ও নাচেরও আয়োজন করা হয়েছে। আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, সেখানকার মন্ত্রী এই পুজোয় উপস্থিত থেকেছেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।