চেমসফোর্ডে দুর্গাপুজো
আমরা থাকি চেমসফোর্ডে। লন্ডন থেকে প্রায় ৪০ মাইল দূরে। এটা অ্যাসেক্সের অন্তর্গত একটা ছোট্ট সুন্দর ব্রিটিশ শহর। ১৯৮৩-র ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে, ভারত এই চেলেমসফোর্ড স্টেডিয়াম এই অস্ট্রেলিয়াকে ১১৮ রান এ হারিয়ে ছিল। ভারতীয়দের সংখ্যা এখানে খুব কম, বাঙালী আরও নগন্য। তবু আমরা সমস্ত ভারতীয়রা মিলে সমস্ত উৎসব (জন্মাষ্টমী, গনেশ পুজো, দুর্গাপুজো ) পালন করার চেষ্টা করি। ব্যাস্ততার কারণে পুজো এখানে সপ্তাহের শেষে করা হয়। এই বার যেমন শনিবার, রবিবার আর সোমবারে করা হয়েছিল। দশমী, সিঁদুর খেলা গত সোমবার আয়োজন করা হয়েছিল। কাছাকাছি আরেকটা পুজো করা হচ্ছে আসছে সপ্তাহে শুক্র, শনি, এবং রবিবার। স্থানীয় একটি চার্চ (চেমসফোর্ড কোয়াকার মিটিং হাউস) ভাড়া নিয়ে পুজো করা হয় যদিও চেমসফোর্ড হিন্দু সোসাইটিরর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে স্থায়ী মন্দির তৈরী করার। পুজোর ক’টা দিন এই কোয়াকের মিটিং হাউস হয়ে ওঠে একটুকরো ভারতবর্ষ। ছেলে মেয়েদের ভারতীয় উৎসব অনুষ্ঠানের সঙ্গে পরিচয় করানোর এটাই আমাদের একমাত্র জায়গা।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের অংশ।