Durga Puja 2020

দুরন্ত লুকস ও সুরক্ষায় চমক, বিএমডব্লিউ’র নয়া শ্যাডো এডিশন মিলবে দেশের বাজারেই

‘শ্যাডো এডিশনটি’তে এম স্পোর্ট থাকায় এর গঠনশৈলী মুগ্ধ করেছে। ব্ল্যাক হাই-গ্লস ইউনিট দিয়ে তৈরি স্ট্রাইকিং লাইন,  শক্তপোক্ত গঠন এবং বিচক্ষণ নকশা বহিরাকৃতিকে স্বতন্ত্র করে তুলেছে।

Advertisement

জয়দীপ সুর

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩০
Share:

বিএমডব্লিউ থ্রি সিরিজ গ্র্যান তুরিজমো ‘শ্যাডো এডিশন’ মিলবে পেট্রল ও ডিজেল দুইরকম ভ্যারিয়ান্টেই। ছবি সৌজন্য: টুইটার।

অপেক্ষারঅবসান! বিএমডব্লিউগ্রুপ এ দেশেআনুষ্ঠানিক ভাবে লঞ্চ করল নতুন মডেল বিএমডব্লিউ থ্রি সিরিজ গ্র্যান টুরিজমো ‘শ্যাডো এডিশন/ ছায়া সংস্করণ’। ভারতেবিএমডব্লিউ-এরউৎপাদনকেন্দ্রহলচেন্নাই।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মধ্যে বিএমডব্লিউ গাড়ির ডিলারশিপ রয়েছে একমাত্র তাদের কাছেই মিলবে এই নতুন এডিশন।

Advertisement

বিএমডব্লিউ গ্রুপের ভারতীয় সংস্থার প্রেসিডেন্ট বিক্রম পাওয়া জানান, “বিএমডব্লিউ থ্রি সিরিজ গ্র্যানটুরিজমোঅত্যাধুনিক বৈশিষ্ট্যের জন্য গ্রাহকের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। নতুন ‘শ্যাডো এডিশন’টি হল পরিশীলিত এবং বিলাসবহুল জীবনের প্রকৃত নিদর্শন।‘শ্যাডো এডিশন’টির গতি এবং চমৎকার চেহারা বিশ্বে সাড়া ফেলেছে।

নিখুঁত ভাবে ড্রাইভিং করার জন্য, ভয়েস ফিচার্সটি সংযোজন করা হয়েছে।”বিএমডব্লিউ থ্রি সিরিজ গ্র্যান টুরিজমো‘শ্যাডো এডিশন’ বাজারে মিলবে এম স্পোর্ট ডিজাইন স্কিম সহ পেট্রল ও ডিজেল দুরকম ভ্যারিয়ান্টেই। এর মূল্য বিশেষ এক্স শোরুম অনুযায়ী, ৪২লক্ষ পঞ্চাশ হাজার টাকা।নতুন এই মডেলটি পাওয়া যাবে অ্যালপাইন হোয়াইট, মেলবোর্ন রেড মেটালিক, ব্ল্যাক সাফায়ার মেটালিক এবং এস্টোরিল ব্লু মেটালিক রঙে।

Advertisement

আরও পড়ুন: এ গাড়ি মন জয় করবেই, জাপানের নিসানের নতুন অধ্যায় এ বার আরিয়ার হাত ধরে

‘শ্যাডো এডিশনটি’তে এম স্পোর্ট থাকায় এটির ‘স্টাইলিশ লুক’ মুগ্ধ করেছে ব্যবহারকারীদের। ব্ল্যাক হাই-গ্লস ইউনিট দিয়ে তৈরি স্ট্রাইকিং লাইন, মজবুত গঠন এবং চমৎকার নকশা একদম অন্য মাত্রা দিয়েছে গাড়িটিকে।

কালো রঙের ঝাঁ চকচকে নকশার কিডনি গ্রিল গাড়িটির সামনের অংশকে‘স্পোর্টি লুক দিয়েছে। জেট ব্ল্যাকে ১৮ ইঞ্চিস্টার স্পোকযুক্ত অ্যালয়চাকা এবং পাশাপাশি কালো ক্রোমযুক্ত টেইল পাইপ আরও আকর্ষণীয় করে তুলেছে গাড়িটিকে।বিএমডব্লিউ থ্রি সিরিজ গ্র্যান টুরিজমো ‘শ্যাডো এডিশন’ মডেলটির অন্দরের সাজসজ্জাও চোখে তাকলাগানোর মতো।

অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি সিল প্লেটের দরজা, এম লোগো-সহ চাবি, এম স্পোর্টস যুক্ত স্টিয়ারিং হুইল গাড়ির অভ্যন্তরীণ পরিবেশকে করে তুলেছে আরও মনোরম। গাড়িচালককে তাঁর প্রয়োজন মতোসবনিয়ন্ত্রণ করার সুযোগ দেওয়া হয়েছে। প্রাকৃতিক আলো কেবিনে যাতে প্রবেশ করতে পারে তার জন্য উপরের ছাদটিকে প্যানোরমা গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। মডেলটতে পরিপূরক হিসেবে ওয়ারলেস চার্জিং দিয়ে সাজানো হয়েছে।

আরও পড়ুন: বর্ষায় লং ড্রাইভ, এই সব বিষয়ে খেয়াল রাখতেই হবে

‘শ্যাডো এডিশনটি’তে এম স্পোর্ট থাকায় এর ‘স্টাইলিশ লুক’ মুগ্ধ করেছে ব্যবহারকারীদের।

পেট্রলচালিত ইঞ্জিন, বিএমডব্লিউ-এর গতিশীলতাকে আরও উন্নত করে তুলছে। এটির জন্য বিএমডব্লিউ টুইন পাওয়ার টার্বো প্রযুক্তিকে কুর্নিশ। কারণএর ফলে কম ইঞ্জিনের গতিতে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দেওয়ার পাশাপাশি বেশি পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপাদনে সক্ষম হয়েছে এই গাড়ি। বিএমডব্লিউ ৩৩০আই গ্র্যান টুরিজমো‘শ্যাডো এডিশন’টিতে রয়েছে দু-লিটারেরচার-সিলিন্ডার যুক্ত পেট্রল ইঞ্জিন ২৫১পিএস (২৫২এইচপি) এবং ১৪৫০-৪৮০০ আরপিএমএ সর্বোচ্চ ৩৫০এনএম টর্ক। এই গাড়ির ত্বরণ (অ্যাক্সিলারেশন) ৬.১সেকেন্ডে ০-১০০ কিমি প্রতি ঘণ্টা।

আরও পড়ুন: রিমোট ইঞ্জিন স্টার্ট-সহ একাধিক বৈশিষ্ট, চমক নয়া প্রজন্মের হন্ডা সিটিতে

বিএমডব্লিউ এখন আরও বেশি সুরক্ষিত কারণ এতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ব্রেক অ্যাসিস্ট-সহ অ্যান্টিলকব্রেকিং সিস্টেম(এবিএস), ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল(ডিটিসি), কর্নারিং ব্রেক কন্ট্রোল(সিবিসি), পার্শ্ব প্রতিক্রিয়া সুরক্ষা, জরুরিকালীন অতিরিক্ত চাকা, ইলেকট্রনিক মোবিলাইজার এবং ক্র্যাশ সেন্সর।

এছাড়াও কিছু বৈশিষ্ট রয়েছে যেমন বিএমডব্লিউ আইড্রাইভ (দ্যবোর্ড ড্রাইভার ইনফরমেশন সিস্টেম) সহ ২২.৩সেন্টিমিটারের ডিসপ্লে, বিএমডব্লিউ টাচ নেভিগেশন সিস্টেম, থ্রি-ডি মানচিত্র (ইন্টিগ্রেটেড গ্লোবাল পজিশনিং সিস্টেম- জিপিএস), বিএমডব্লিউ অ্যাপস, পার্ক দূরত্ব নিয়ন্ত্রণ (পিডিসি), রিয়ার ভিউ-সহ আরও নানা বৈশিষ্টযুক্ত ক্যামেরা, অ্যাপল কারপ্লে, ব্লুটুথ এবং ইউএসবি/ এইউএক্স ইন কানেকটিভিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement