Low budget Scooty

পুজোর আগে স্কুটি কিনবেন? মাত্র ৮০,০০০ টাকায় রইল সেরা পাঁচটি স্কুটির হদিস

অফিস হোক অথবা বাজার-দোকান, টুক করে নিজের মতো কম খরচায় যাতায়াত করতে স্কুটির জুড়ি নেই! ৮০ হাজার টাকার নীচে পাঁচটি সেরা স্কুটির খবর এই প্রতিবেদনে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৬
Share:

পুজোর আগে একটা স্কুটি কিনবেন ভাবছেন? কিন্তু কোন স্কুটি দাম কম? কোন স্কুটির ফিচার বেশি। আবার তেলের যা দাম, মাইলেজও তো বেশি চাই। এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল মাত্র ৮০,০০০ টাকার মধ্যেই সেরা পাঁচটি স্কুটির হদিস।

Advertisement

হন্ডা অ্যাক্টিভা ৬জি

দাম ৭৭,৭১০ টাকা

Advertisement

১০৯.৫১ সিসির ইঞ্জিন সম্পন্ন এই স্কুটিতে রয়েছে চারটি স্ট্রোক, এসআই ইঞ্জিন। পাবেন ৫.৩লিটার ক্ষমতা সম্পন্ন তেলের ট্যাঙ্ক। মাইলেজ প্রায় ৪৭ কিলোমিটার।

হন্ডা ডিয়ো

দাম ৭৪,২৩১ টাকা

হন্ডা সংস্থার এই স্কুটির ইঞ্জিনও ১০৯.৫১ সিসির। রয়েছে সিবিএস সিস্টেম সম্পন্ন ব্রেক, ৫.৩লিটারের একটি তেলের ট্যাঙ্ক। মাইলেজ প্রায় ৪৮ কিলোমিটার প্রতি লিটার।

টিভিএস জুপিটার

দাম ৭৬,৭৩৮ টাকা

টিভিএস সংস্থার এই বাইকে রয়েছে ১০৯.৭ সিসির ইঞ্জিন। স্কুটির মোট ওজন ১০৭ কেজি। রয়েছে ৫.৮লিটারের একটি তেলের ট্যাঙ্ক। এই স্কুটির মাইলেজ ৪৯.৫ কিলোমিটার প্রতি লিটার।

হিরো জুম

দাম ৭৪, ২৬৬টাকা

আইবিএস ব্রেক সম্পন্ন এই স্কুটিতে রয়েছে ৫.২ লিটারের তেলের ট্যাঙ্ক। রয়েছে ১১০ সিসির ইঞ্জিন। মাইলেজ ৪৫ কিলোমিটার প্রতি লিটার।

টিভিএস জেস্ট ১১০

দাম ৭৪,৫৩০টাকা

১০৯ সিসির এই ইঞ্জিনে রয়েছে ৫লিটারের তেলের ট্যাঙ্ক। ১০৩ কেজির এই স্কুটির মাইলেজ প্রায় ৪৫কিলোমিটার প্রতি লিটার।

১০৯ সিসির এই ইঞ্জিনে রয়েছে ৫লিটারের তেলের ট্যাঙ্ক। ১০৩ কেজির এই স্কুটির মাইলেজ প্রায় ৪৫কিলোমিটার প্রতি লিটার।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement