পুজোর আগে একটা স্কুটি কিনবেন ভাবছেন? কিন্তু কোন স্কুটি দাম কম? কোন স্কুটির ফিচার বেশি। আবার তেলের যা দাম, মাইলেজও তো বেশি চাই। এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল মাত্র ৮০,০০০ টাকার মধ্যেই সেরা পাঁচটি স্কুটির হদিস।
হন্ডা অ্যাক্টিভা ৬জি
দাম ৭৭,৭১০ টাকা
১০৯.৫১ সিসির ইঞ্জিন সম্পন্ন এই স্কুটিতে রয়েছে চারটি স্ট্রোক, এসআই ইঞ্জিন। পাবেন ৫.৩লিটার ক্ষমতা সম্পন্ন তেলের ট্যাঙ্ক। মাইলেজ প্রায় ৪৭ কিলোমিটার।
হন্ডা ডিয়ো
দাম ৭৪,২৩১ টাকা
হন্ডা সংস্থার এই স্কুটির ইঞ্জিনও ১০৯.৫১ সিসির। রয়েছে সিবিএস সিস্টেম সম্পন্ন ব্রেক, ৫.৩লিটারের একটি তেলের ট্যাঙ্ক। মাইলেজ প্রায় ৪৮ কিলোমিটার প্রতি লিটার।
টিভিএস জুপিটার
দাম ৭৬,৭৩৮ টাকা
টিভিএস সংস্থার এই বাইকে রয়েছে ১০৯.৭ সিসির ইঞ্জিন। স্কুটির মোট ওজন ১০৭ কেজি। রয়েছে ৫.৮লিটারের একটি তেলের ট্যাঙ্ক। এই স্কুটির মাইলেজ ৪৯.৫ কিলোমিটার প্রতি লিটার।
হিরো জুম
দাম ৭৪, ২৬৬টাকা
আইবিএস ব্রেক সম্পন্ন এই স্কুটিতে রয়েছে ৫.২ লিটারের তেলের ট্যাঙ্ক। রয়েছে ১১০ সিসির ইঞ্জিন। মাইলেজ ৪৫ কিলোমিটার প্রতি লিটার।
টিভিএস জেস্ট ১১০
দাম ৭৪,৫৩০টাকা
১০৯ সিসির এই ইঞ্জিনে রয়েছে ৫লিটারের তেলের ট্যাঙ্ক। ১০৩ কেজির এই স্কুটির মাইলেজ প্রায় ৪৫কিলোমিটার প্রতি লিটার।
১০৯ সিসির এই ইঞ্জিনে রয়েছে ৫লিটারের তেলের ট্যাঙ্ক। ১০৩ কেজির এই স্কুটির মাইলেজ প্রায় ৪৫কিলোমিটার প্রতি লিটার।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।