Durga Puja 2022

Bluetooth Speaker: পোর্টেবল ব্লুটুথ স্পিকার সাধ্যের মধ্যেই

পুজোর আগে একটা স্পিকার কিনুন আর হয়ে যান বিন্দাস। তাহলে তো আরও জমে যায় আড্ডাটা।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫০
Share:

প্রতীকী ছবি

বন্ধুদের সঙ্গে রোড ট্রিপ হোক কিংবা অবসর সময়ে গান শোনা একটা স্পিকার থাকলে বেশ ভাল হয়। বিশেষ করে পুজোর আগে যদি একটা স্পিকার কেনা যায় তাহলে তো আরও জমে যায় আড্ডাটা।

Advertisement

কিন্তু এগোতে পারছেন না দামের ভয়ে? এই প্রতিবেদনে আপনাদের জন্য রইল কম দামে কিছু ভাল স্পিকারের হদিশ।

ফিলিপস অডিও মিনি পোর্টেবেল স্পিকার

Advertisement

দাম – ১,২৩৯ টাকা

ফিলিপস এই স্পিকারটি যেকোনও জায়াগায় বয়ে নিয়ে যাওয়া যায় সহজে। একবার চার্জ দিলেই চলে প্রায় ৬ ঘন্টা। মাইক্রোফোন থাকার ফলে আপনি ফোনেও কথা বলতে পারবেন। দুটো রং পাওয়া যায়, কালো ও ধূসর।

বোট স্টোন গ্রেনেড স্পিকার

দাম – ১,৩৯৯ টাকা

জলরোধক এবং শকরোধক এই স্পিকারটি একবার চার্জ দিলে প্রায় ৭ ঘন্টা পর্যন্ত চলে। বোট সংস্থার এই স্পিকারটির ব্লুটুথ রেঞ্জ প্রায় ১০ মিটার। এই স্পিকারটির ৫টি রং রয়েছে।লাল, ধূসর, নীল, কালো ও টার্কয়েস।

এম আই ভি আই রোম ২

দাম – ৭৯৯ টাকা – ১,১৯৯ টাকা

এম আই ভি আই রোম ২ এই স্পিকারটিতে আছে স্টুডিয়ো কোয়ালিটি সাউন্ড, জলরোধক ক্ষমতা, ফোনে কথা বলার জন্য মাইক, ভয়েস অ্যাসিট্যান্ট । পাঁচটা রঙে পাওয়া যায়।

জেব্রনিক্স সাউন্ড ফিস্ট

দাম – ১,৩৯৯ টাকা – ১,৬৮৫ টাকা

জেব্রনিক্স সাউন্ড ফিস্ট ৫০ ব্লুটুথ স্পিকারটিতে রয়েছে পেনড্রাইভ স্লট, এম এস ডি কার্ড স্লট, এফ এম, কল ফাংশন। এই স্পিকারটির দুটি রঙে রয়েছে। কালো ও সবুজ।

ট্রিবিট স্টর্ম বক্স

দাম – ৪,৯৯৯ টাকা

এটিও একটি ব্লুটুথ স্পিকার। এতে রয়েছে ৩৬০ ডিগ্রি ইমারসিভ সাউন্ড, সঙ্গে দুর্দান্ত বেস। এমনকি জলের মধ্যেও এই বক্স ৩০ মিনিট পর্যন্ত চালু থাকে। একটাই রঙে পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement