metro

Sealdah Metro: প্রথম দিনেই শিয়ালদহ মেট্রো জয় করে নিল যাত্রীদের মন, কত জন চড়লেন

বৃহস্পতিবার শুরু হল শিয়ালদহ থেকে সেক্টর ফাইভগামী মেট্রো। প্রথম দিনেই মেট্রোয় চাপলেন মোট ৩১ হাজার ৩৭ জন যাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২২:০২
Share:

দিনে এই রুটে এখন ১০০টি মেট্রো চলছে। ছবি পিটিআই।

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এ বার পৌঁছনো যাবে মাত্র ২১ মিনিটে। বৃহস্পতিবার থেকে ওই রুটে চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রথম দিনেই মেট্রোয় চাপলেন মোট ৩১ হাজার ৩৭ জন যাত্রী। শুধু শিয়ালদহ থেকেই মেট্রোয় উঠেছেন ১২ হাজার ৬৮১ জন।

Advertisement

দিনে এই রুটে এখন ১০০টি মেট্রো চলছে। শিয়ালদহ থেকে ৫০টি, সল্টলেক থেকে ৫০টি ছাড়বে। যাত্রী সংখ্যা বাড়লে সংখ্যা বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছিল মেট্রো কর্তারা। প্রথম দিনের যাত্রী সংখ্যা তাদের নিরাশ করেনি।

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫-য়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো সকালে ছাড়বে ৭টার সময়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩৫-এ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯.৪০-এ। সকাল এবং রাতের দিকে দুই রুটেই দুটো মেট্রোর ব্যবধান থাকবে ২০ মিনিট। ব্যস্ত সময়ে ব্যবধান কমে হবে ১৫ মিনিট।

Advertisement

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা। তবে শিয়ালদহ থেকে ন্যূনতম ভাড়া ১০ টাকা। সর্বোচ্চ ২০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement