দিঘার মতো হয়তো পরিচিতি লাভ করেনি, কিন্তু নির্জন এই সৈকতের আকর্ষণ একেবারেই আলাদা। বগুরান জলপাই, পূর্ব মেদিনীপুরের এক ধারে ছোট্ট একটি জায়গা। সুন্দর ও নির্জন সমুদ্র সৈকতটি যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। লাল কাঁকড়ায় ভর্তি এই তটকে দেখে অনেক সময় মনে হয় যেন লাল কার্পেট বিছিয়ে দিয়েছে কেউ। বড় ঢেউ খুব একটা দেখা যায় না বগুরান জলপাইতে। ছোট ঢেউয়ের আনন্দেই আপনি মেতে উঠবেন।
কলকাতা থেকে দিঘা যাওয়ার যে কোনও বাসে উঠে পড়ুন। উঠে কাঁথি দিঘা বাইপাস মোড়ে আপনাকে নামতে হবে। কাঁথি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে গিয়ে আপনি পৌঁছে যাবেন সরাসরি গন্তব্যে। হাতে সময় থাকলে আপনি জুনপুট, শঙ্করপুর, উদয়পুরও ঘুরে আসতে পারেন।
তবে সমুদ্রের আশেপাশে কোনও রাত্রিযাপনের ব্যবস্থা নেই। আছে প্রায় ৫০০ মিটার দূরে দু'একটি অতিথি নিবাস। সেখানেই খাওয়াদাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে আপনাদের। সবচেয়ে ভাল হয় যদি আপনি কাঁথিতেই হোটেল বা অতিথি নিবাস বুক করে রাখেন। আপনার যাতায়াতের ব্যবস্থা তারাই ঠিক করে দেবে। ৫০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে।