১. কুতুব মিনার – ১৩ শতকের সুফি সাধক কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতিতে এই মিনার নির্মিত বলে ইতিহাসবিদদের অনুমান। সুলতান কুতুবুদ্দিন আইবক এটির নির্মাণ শুরু করলেও এর কাজ শেষ হয় সুলতান ইলতুতমিসের আমলে।দিল্লির মেহরৌলিতে এটি অবস্থিত।
২. ইন্ডিয়া গেট – প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মৃতিতে ইংরেজদের বানানো এই সৌধ দিল্লির প্রধান দ্রষ্টব্যগুলির মধ্যে অন্যতম।
৩. হুমায়ুনের সমাধি – মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি দিল্লির আর এক দ্রষ্টব্য। এটি মুঘল স্থাপত্যের এক বিশিষ্ট উদাহরণ।
৪. লাল কেল্লা – লাল কেল্লা মুঘলদের শাসনকেন্দ্র ছিল ১৮৫৭ সাল পর্যন্ত। ঐতিহাসিক এই কেল্লার লাইট অ্যান্ড সাউন্ড অন্যতম আকর্ষণ।
৫. যন্তর মন্তর – জয়পুর রাজ দ্বিতীয় জয় সিংহের নির্দেশে এই সুবিশাল মানমন্দিরটি নির্মিত হয়েছিল।
৬. চাঁদনি চক – পুরোনো দিল্লির প্রাণ হল এই চাঁদনি চক। সাবেক দিল্লির স্বাদ পেতে হলে এখানে আসতেই হবে।
এছাড়াও লোটাস মন্দির, রাস্ট্রপতি ভবন, হজ খাস, অগ্রসেন কুয়ো, অক্ষরধাম মন্দির, জামা মসজিদ, নিজামুদ্দিন দরগা আজও পর্যটকদের পছন্দ।
থাকা-খাওয়া নিয়ে রাজধানীতে কোনও সমস্যা নেই।সস্তা থেকে দামি, সব ধরনের থাকার ও খাওয়ার জায়গাই দিল্লিতে মজুত। যাতায়াতের জন্য একটি গাড়ি ভাড়া করে অথবা মেট্রোয় সওয়ার হয়ে আপনি দিল্লি ঘুরতে পারেন।