বাঙালির বেড়ানোর তালিকায় কর্নাটকের মহীশূর সাধারণত পছন্দের খুব উপর দিকে থাকে না। অথচ চামুণ্ডি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহরের আকর্ষণ কম নয়। একদা বিজয়নগর রাজ্যের সামন্তশক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও মহীশূর পরবর্তী সময়ে নিজ মহিমায় ভাস্বর হয়ে ওঠে। প্রাচীন সৌধ ও স্থাপত্যের এই শহরে দ্রষ্টব্যের অভাব নেই।
জেনে নিন, কোথায় কোথায় ঘুরবেন –
১. মহীশূর রাজবাড়ি – শহরের প্রধান আকর্ষণ মহীশূর রাজবাড়ি। রাতের বেলায় এই রাজবাড়ির রূপ বদলে দেয় এর আলোকিত রূপসজ্জা।