Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২২ ডিসেম্বর ২০২৪ ই-পেপার

পাহাড়, ঝরনা, জলপ্রপাত এবং শেষের কবিতার শহর, এখনও যাওয়া হয়ে ওঠেনি? অবশ্যই ঘুরে আসুন

শেষের কবিতার শহর আপনাকে নিরাশ করবে না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:০১

পাহাড়, গাছ, মেঘের রাজ্য, ঝরনা এবং জলপ্রপাত—সব এক সঙ্গে দেখতে চান? অবশ্যই শিলং থেকে ঘুরে আসুন। শেষের কবিতার শহর আপনাকে নিরাশ করবে না। মেঘালয়ের প্রাণভ্রমরা শিলং।

কোথায় ঘুরবেন –

১. এলিফ্যান্ট জলপ্রপাত – এই জলপ্রপাতটি ধারাবাহিকভাবে দুই ধাপে বয়ে চলেছে। এ দৃশ্য আপনার নজর কাড়তে বাধ্য।

Advertisement

২. উমিয়াম লেক – উমিয়াম নদীর তীরে অবস্থিত এই লেকটি আপনাকে ইউরোপের স্কটল্যান্ডের মতো এক অপরূপ দৃশ্য প্রদান করবে যা, আপনার মন মাতিয়ে দেবে।

৩. লেটলাম গিরিখাত – এই গিরিখাত ট্রেক করার জন্য উপযুক্ত জায়গা। মনোরম দৃশ্য। এখানে আপনার অবশ্যই একবার যাওয়া উচিত।

৪. খ্রিস্টান ক্যাথেড্রাল – প্রায় ১০০ বছর পুরোনো এই গির্জা এক অসাধারণ ঐতিহ্য বহন করে চলেছে।

৫. ডন বসকো মিউজিয়াম – স্থানীয় সংস্কৃতি ও ইতিহাস জানার জন্য এই জাদুঘর এক অসাধারণ কীর্তি।

এ ছাড়াও আপনি ওয়ার্ডস লেক, সুইট ঝরনা, মাওফ্লাং স্যাক্রেড বন , মাওজিম্বুইন গুহা , বোটানিক্যাল গার্ডেন , বিশপ জলপ্রপাতও ঘুরে দেখতে পারেন। রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য সেই বাড়ি। যাওয়ার আগে একবার পড়ে নিতে পারেন ‘শেষের কবিতা’-ও। এ ছাড়া মৌসিনরাম, চেরাপুঞ্জিও ঘুরে আসতে পারেন।



দু’তিন দিনের ছুটি কাটানোর জন্য শিলং আদর্শ জায়গা।

কলকাতা থেকে কী ভাবে যাবেন –

কলকাতা থেকে আপনাকে অসামের গুয়াহাটি পর্যন্ত ট্রেনে যেতে হবে। ট্রেনগুলির মধ্যে অরনাই এক্সপ্রেস, গরিবরথ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কলকাতা-ডিব্রুগড় এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস ইত্যাদি ট্রেন রয়েছে। গুয়াহাটি থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন শিলং। অথবা একটু বেশি খরচা করলে আপনি কলকাতা থেকে বিমানেও চলে যেতে পারেন সোজা শিলং। সহজে যাওয়ার উপায় হল, ট্রেনে গুয়াহাটি গিয়ে গাড়ি ভাড়া নেওয়া।

থাকবেন কোথায় –

মেঘালয়ের রাজধানীতে থাকার জায়গার কোনও অভাব নেই। ১০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হোটেলের ব্যবস্থা এখানে রয়েছে। আপনি চাইলে মোবাইল অ্যাপে আগে থেকে আপনার পছন্দসই হোটেলের ঘর বুক করে রাখতে পারবেন।

ছুটিতে সুযোগ না ছেড়ে সপরিবার একবার এই ছোট্ট শহরটি দেখে আসুন। শিলং আপনাকে নিরাশ করবে না।

Advertisement