'ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে, সক্কলে দিই ছুট; দিঘা আর জুনপুট'-- ছোটদের এই ছড়া শুনে খুব চাপের মাঝেও থাকলে কলকাতা থেকে মাত্র ৪ ঘন্টার দূরত্বে চিরপরিচিত দিঘার ডাকে সাড়া দিয়ে বাঙালি ছুটে যেতে পারে। হোক না তা ১-২ দিনেরই সফর। তাও তো চাপের মাঝে ঢেউয়ের শব্দ সামান্য হলেও শান্তি দেবে। সুযোগ ও সময় থাকলে সমুদ্রস্নানও জুটে যাবে আপনার কপালে।
কী ভাবে যাবেন –
দিঘা যাত্রা নিয়ে নিয়ে কোনও চিন্তাই নেই। হাওড়া থেকে ৪-৫ টি ট্রেন যায় দিঘার বুকে। এদের মধ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস, পাহারিয়া এক্সপ্রেস ইত্যাদি বেশ ভাল। এ ছাড়া ধর্মতলা বা গড়িয়া থেকে সকাল হোক কিংবা বিকেল অথবা রাত, সব সময়েই বাস পাওয়া যায়। এসি কিংবা নন এসি, তা অবশ্যই আপনার পছন্দের ওপর নির্ভর করছে। অথবা অনেকে মিলে গেলে একটি গাড়ি ভাড়া করেও আপনি চলে যেতে পারেন কলকাতা থেকে দিঘা।