অকৃপণ প্রকৃতির সৌন্দর্য আছে। জমজমাট বাজার নেই। দেবদারু, ওক, রডোডেনড্রনের ঘন জঙ্গলে ছাওয়া পাকদণ্ডী আছে। লোকজনের ভিড় নেই। এ রকম কোনও জায়গায় যদি হারিয়ে যেতে চান, তা হলে আপনার আদর্শ গন্তব্য ধনৌল্টী। উত্তরাখণ্ডে মুসৌরি-চাম্বা পথের ধারে ধনৌল্টী এখনও ঠিক শৈলশহর হয়ে উঠতে পারেনি। বরং একে গাড়োয়াল হিমালয়ের কোলে হারিয়ে যাওয়ার ঠিকানা বলতে পারেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৫০ মিটার উচ্চতায় ধনৌল্টী থেকে হিমালয়ের অপূর্ব নিসর্গ বেশির ভাগ বাঙালির কাছেই অজানা এবং অধরা।
তেহরি গাড়োয়াল জেলার এই জনপদে বেড়াতে যাওয়ার আদর্শ সময় হল সেপ্টেম্বর থেকে জুন। এখানে হোটেলের ভিড় এখনও ব্যাঙের ছাতা হয়নি। তাই হোটেল বা হোম স্টে-এর জানালা দিয়ে বাইরে তাকালে অন্য হোটেলের ঢালু ছাদের ডিশ অ্যান্টেনার বদলে হিমালয়ের বরফঢাকা চূড়াই চোখে পড়ে। ধনৌল্টীতে এসে ম্যালে যাওয়ার তাড়া নেই। কেনাকাটার পশরায় ব্যাগ ভর্তি করারও সুযোগ নেই। এখানে হিমালয় আর আপনার প্রেমপর্বের যোগ্য সঙ্গত দেবে ধূমায়িত কফি। সরলবর্গীয় বৃক্ষের ছায়ায় পাকদণ্ডী বেয়ে হেঁটে যাওয়ার সময় আপনার পাশে চলে আসতে পারে গাড়োয়ালি কিশোর।