কলকাতায় বেড়ানোর লিস্টে প্রথম যে কয়েকটি একেবারে অবশ্যই দর্শনীয় স্থান, তার মধ্যে জাদুঘর একটি। জাদুঘর বলতেই ইন্ডিয়ান মিউজিয়াম-এর কথা মনে হয়। কিন্তু কলকাতা ও তার নিকটবর্তী কিছু জায়গাতে বেশ কিছু জাদুঘর রয়েছে। তার মধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মিউজিয়ামএকটি। মুদ্রা ও তার যাবতীয় কিছু নিয়ে এই সংগ্রহালয়। বিবাদি বাগ এলাকায় ৮ নম্বর কাউন্সিল হাউজ স্ট্রিট ভবনটি আজ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মিউজিয়াম। এক সময়ে এই ভবনটি ছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় কার্যালয়। ১৯৩৫ সালের ১ এপ্রিল এখান থেকেই শুরু হয় রিজার্ভ ব্যাঙ্কের পথ চলা। রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গর্ভনর এখানেই বসতেন।
মিউজিয়ামের দরজা দিয়ে ঢুকে অভ্যর্থনা কক্ষে রয়েছে কারেন্সি নোটের জীবনচক্র, অর্থাৎ একটা নোটের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পথ চলা। রয়েছে একটি বিশাল থাম, যার গায়ে পুরনো সোনালি রঙের দশ পয়সার কোলাজ। আর রয়েছে ছেঁড়া, ফাটা, বাতিল নোটের টুকরো দিয়ে তৈরি উপহার সামগ্রী।
বিশাল বড় এক টাকার মুদ্রা আকৃতির মধ্যে দিয়ে প্রবেশ। এখানে দেখা যাবে রিজার্ভ ব্যাঙ্কের ইতিহাস, পুরনো টাকা-পয়সা সম্পর্কিত তথ্যচিত্র।