কলকাতায় কাঠের আসবাবপত্রের দাম যে ভাবে বাড়ছে, তাতে সেগুলি কেনা একটু ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের পক্ষে। কী করবেন সাধারণ মানুষ? কাঠের দামবেড়ে যাওয়ার জন্য আপনার অন্দরসজ্জায় কোনও অভাব হবে না। কারণ হাতের কাছেই হাজির কাঠের বেশ কিছু বিকল্প। সেই সম্ভার থেকেই সাধ সাধ্যের মেলবন্ধন করে পছন্দের আলমারি থেকে বিছানা সবই কিনতে পারবেন আপনি।
কলকাতায় দুর্মূল্য কাঠের আসবাব? রইল একগুচ্ছ বিকল্পের সন্ধান
কাঠের দামবেড়ে যাওয়ার জন্য আপনার অন্দরসজ্জায় কোনও অভাব হবে না। কারণ হাতের কাছেই হাজির কাঠের বেশ কিছু বিকল্প।
ফাইল ছবি
কাঠের আসবাবপত্রের বিকল্প-
১. শণ বা হেম্প – ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে শণ বা
হেম্প একটি দ্রুত বর্ধনশীল ফসল এবং অন্যান্য গাছের তুলনায় বেশি টেকসই। শণ
দিয়ে আসবাবপত্র বানানোর প্রথা কিছুকাল ধরেই চলেই আসছে বেশ। আপনিও ব্যবহার
করে লাভবান হবেন বলেই ধারণা করা যায়।
২. বাঁশ –বাঁশের তৈরি আসবাবপত্র বহু আগে থেকেই প্রচলিত। দেখা গেছে বাঁশের
তৈরি আসবাব যথেষ্টই টেকসই হয়ে থাকে।
৩. কাঠের মিশ্রণ – কাঠের সঙ্গে পুনর্ব্যবহার করা যায় এমন প্লাস্টিক
মিশিয়ে নিয়ে একটি যৌগিক পদার্থ থেকে আসবাবপত্র সৃষ্টি করা যায়। এতে খরচ
বেশ কম হয়। আন্দরসজ্জায় নতুন মাত্রা য়োগ হয়।
৪. প্লাইউড – প্লাইউডের আসবাবপত্রের খরচ কাঠের আসবাবপত্রের তুলনায় অনেক
কম। এখন বেশিরভাগ বাড়িতেই প্লাইউডের আসবাব ব্যবহৃত হয়ে থাকে।
৫. রট আয়রন – কাঠের বদলে রট আয়রনের আসবাব ব্যবহারের কথাও আপনি ভেবে দেখতে
পারেন। রট আয়রনের নির্মিত আসবাবপত্রগুলির দাম তুলনামূলক ভাবে অনেক কম হয়
এবং গৃহসজ্জার ক্ষেত্রেও এক অন্য মাত্রা যুক্ত করে।
৬. বেত – বেতের আসবাবপত্রের প্রচলন বহুকাল আগে থেকেই। বেতের আসবাবপত্র
অন্দরসজ্জার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাঠের থেকে অনেক কম
খরচে এক ঐতিহ্য বজায় রাখে বেতের আসবাবপত্র।
পুরনো অভ্যাস পাল্টে কিনতেই পারেন নতুন ধরণের এই আসবাবপত্র। আপনার
অন্দরমহল খুশি হবে নতুন সজ্জা পেয়ে। স্বস্তি পাবে আপনার পকেটও।