Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৫ নভেম্বর ২০২৪ ই-পেপার

হোক ‘নকল’, তবু বাঙালির অন্দরসজ্জা দাম বাড়ছে এই ছাদের

নানা ধরনের ফলস্‌ সিলিং লাগিয়ে বিভিন্ন ভাবে আপনি আপনার অন্দরসজ্জার কাজকে সম্পূর্ণ করতে পারেন।

শ্রুবা ভট্টাচার্য
কলকাতা ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৬

ফলস্‌ সিলিং লাগালে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যায়। নানা ধরনের ফলস্‌ সিলিং লাগিয়ে বিভিন্ন ভাবে আপনি আপনার অন্দরসজ্জার কাজকে সম্পূর্ণ করতে পারেন। কলকাতায় বাড়ছে এই ধরনের সিলিংয়ের জনপ্রিয়তা। ফলস্‌ সিলিং বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে। উপাদানের উপর নির্ভর করে ফলস্‌ সিলিং বসালে ঘরের আসবাবপত্র ঘরের রং, সব মিলিয়ে এক অভূতপূর্ব আবহের সৃষ্টি হয়ে থাকে। ফলস্‌ সিলিংয়ে আলোর বিন্যাসে ঘরের চেহারাও যায় বদলে।

Advertisement



কত রকমের ফলস্‌ সিলিং বাজারে লভ্য:

১. প্লাস্টার অফ প্যারিস দ্বারা নির্মিত

২. জিপসাম নির্মিত ফলস্‌ সিলিং

৩. কাঠের ফলস্‌ সিলিং

৪. ফাইবার নির্মিত ফলস্‌ সিলিং

৫. ধাতব বা ধাতু নির্মিত ফলস্‌ সিলিং

৬. কাচ নির্মিত ফলস্‌ সিলিং

৭. পলিভিনাইল ক্লোরাইড নির্মিত ফলস্‌ সিলিং

৮. ফেব্রিক ও সিন্থেটিক চামড়া নির্মিত ফলস্‌ সিলিং

এই ৮ ধরনের ফলস্‌ সিলিংয়ের মধ্যে থেকে আপনি আপনার পছন্দসই ডিজাইনটি বেছে নিন। এক এক ঘরের জন্য এক এক ধরনের ফলস্‌ সিলিংও আপনি ব্যবহার করতে পারেন। ঘরের রঙের সঙ্গে কন্ট্রাস্ট করে ফলস্‌ সিলিং লাগালে ঘরটির চেহারাই একেবারে বদলে যাবে। ফলস্‌ সিলিং ও ঘরের রঙের সঙ্গে মিলিয়ে আলোর বিন্যাস করে দিন ফলস্‌ সিলিং এর মধ্যে। আপনার ঘর এক নতুন রূপ পাবে, নিশ্চিত।

ধাতব ফলস্‌ সিলিংয়ের জন্য ঘরের আসবাবপত্রও ধাতব হলে বেশ মানানসই হবে ব্যাপারটা। আবার কাঠ নির্মিত ফলস্‌ সিলিং এর ক্ষেত্রে ঘরের আসবাবপত্র কাঠের হলে দেখতে সুন্দর লাগবে।

Advertisement