অ্যাকোয়ারিয়াম দিয়ে ঘর সাজানোর রেওয়াজ অতি প্রাচীন। ছোট বড় অ্যাকোয়ারিয়াম দিয়ে সাজিয়ে তুলে ঘরের চেহারা বদলে ফেলা যায় সহজেই। অনেকেই কিছু কিছু পোষ্য ঘরে রাখতে চান, কিন্তু অ্যালার্জি বা অন্য কোনও কারণে রাখতে পারেন না। কিন্তু অ্যাকোয়ারিয়াম রাখলে তাঁদের সাধ পূরণও হবে এবং অন্য কোনও সমস্যাও হবে না। আসুন দেখে নেই, কী ভাবে অ্যাকোয়ারিয়াম দিয়ে ঘর সাজানো যায়।
এখন কলকাতায় বিদেশি মাছ থেকে শুরু করে অ্যাকোয়ারিয়াম-সজ্জার নানা বিদেশি উপাদান খুব সহজেই পাওয়া যায়। তাই সেব সব নিয়ে মাথা ঘামাতে হবে না। বরং জোর দিন ঘরের কোথায় রাখবেন, কী ভাবে রাখবেন অ্যাকোয়ারিয়াম— সেই পরিকল্পনায়।