যে কোনও বাড়িতে বা অফিসে দেওয়ালে একটি ঘড়ি না থাকলে কেমন যেন অন্দরসাজ অসম্পূর্ণ বলে মনে হয়। ঘড়ি কিন্তু ভারতবর্ষে প্রাথমিক ভাবে বাইরের দেশ থেকেই আমদানি করা হয়েছে। মুম্বই, চেন্নাই এবং কলকাতার বন্দরে নোঙর করা ব্রিটিশ জাহাজগুলি ইংল্যান্ডে তৈরি ঘড়ি প্রথম ভারতে নিয়ে আসে। জনশ্রুতি আছে যে ১৮৫৮ সালে ঘড়ি ব্যবসায়ী টমাস কুক কলকাতায় ভীম নাগের দোকানে লাগান কুক-কেলভির দেওয়াল ঘড়ি। তার পর থেকে দেওয়ালে থাকা ঘড়ি কলকাতার বাঙালি পরিবারে অভিজাত্যের প্রতীক বলে মনে করা হয়। সময় অনেক বদলে গেলেও বাঙালির অন্দরসজ্জায় দেওয়াল ঘড়ি এখন অবিচ্ছেদ্য একটি অঙ্গ হয়ে গিয়েছে।
রাধাবাজার
কলকাতার লালবাজার অঞ্চলের কাছে রাধাবাজার এলাকা ঘড়ি কেনার জন্য আদর্শ। এখানে সমস্ত আকার এবং ডিজাইনের ঘড়ি মিলবে। শুধু দেওয়াল ঘড়ি নয়, বিবিধ প্রকারের সস্তা-দামি হাতঘড়িও পাওয়া যাবে এখানে। সবচেয়ে ভাল দিক হল এখানে যে কোনও ধরনের ঘড়ি সারানোও হয়। পাইকারি দরেও ঘড়ি কিনতে এই অঞ্চলে ভিড় হয়। শুধুমাত্র একটি নয়, পরপর এখানে একাধিক ঘড়ির দোকান রয়েছে, যেখানে নানা দামের ঘড়ি মিলবে।