প্রায় দু’বছর ধরে সংক্রামক অতিমারি আমাদের রোজকের জীবনে প্রভাব ফেলেছে। যার জন্য দৈনন্দিন চলাফেরায় রাশ টানতে হয়েছে। এমনকি, কাজও করতে হচ্ছে বাড়িতে থেকেই। প্রাথমিক ভাবে এটি আরামদায়ক বলে মনে হলেও বাড়িতে থেকে দিনের পর দিন এক টানা কাজ করতে করতে অনেক মানুষই এখন তিতিবিরক্ত। এই অস্বস্তি কাটাতে এই বসন্তে কলকাতার মানুষ নিজের ঘর সাজিয়ে নিতে পারেন একটু ব্যতিক্রমী ভাবে। যাতে বাড়িতে থেকে নিরন্তর কাজ করে যেতে অস্বস্তি না হয় আর।
১। কলকাতা শহরে এখন বসন্তের সবে শুরু। সেই কথা মাথায় রেখেই ঘরের একটি দেওয়াল বেছে নিয়ে তাতে লাগান উজ্জ্বল কোনও রং। কিংবা পছন্দের ওয়াল পেপার দিয়ে ঢেকে রাখুন দেওয়ালটি। এতে ঘরের চেহারা আমূল বদলে যাবে এবং আপনিও অনুভব করবেন তরতাজা। কাজকর্মের একঘেয়েমি অনেকটাই কেটে যাবে।
২। কাজকর্মের জন্য বেছে নিন কিছুটা জায়গা। তা যেন আপনার বাসস্থানের বেশির ভাগ অংশ দখল না করে। বরং অল্প একটু জায়গা ভেবেচিন্তে সাজিয়ে নিলে আপনার কাজেও আসবে গতি, আর বাড়ির অন্য বাসিন্দাদেরও কোনও সমস্যা হবে না। টেবিল, চেয়ার, কাজকর্মের জরুরি কাগজপত্র সুসংহত ভাবে রাখলে বার বার খোঁজাখুঁজির ঝঞ্ঝাট পোহাতেও হবে না। এ ছাড়া বহুমুখী আসবাবপত্রের উপর নির্ভর করতে পারলে অনেকটাই সুবিধা হবে।