বাঙালির রুচিশীল মনের পরিচয় মূলত আচার-ব্যবহার ছাড়াও মিলবে বাঙালির অন্দরসজ্জায়। তা ছাড়া ছিমছাম পরিপাটি বাসস্থান বাড়ির লোকেদের মানসিক স্বাস্থ্যও ভাল রাখে। অনেকেই নিজের ঘরদোরের হাল ফেরাবেন কী ভাবে, তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন নিয়মিত। তবে কলকাতা শহরে নিজের ঘরের সাজসজ্জার জন্য আপনাকে অত বেশি মাথা ঘামাতেই হবে না। এই মহানগরের আনাচেকানাচে রয়েছে এমন অনেক বিপণি যেখানে মিলবে আপনার বাড়ি সাজানোর জন্য প্রয়োজনীয় হরেক জিনিস।
সাশা
মির্জা গালিব স্ট্রিটের এই দোকানটি শুরু হয়েছিল ১৯৮১ সালে। ২০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা মূল্যের ঘর সাজানোর বিভিন্ন জিনিস পাবেন এখানে। বাংলার শিল্পকলা সমন্বিত কুশনের ঢাকা বা টেবিল ল্যাম্প কিনতে নিয়মিত অনেকেই আসেন এখানে। এ ছাড়াও শীতলপাটি, গায়ের চাদর, বাস্কেট, বিছানার চাদর, বেতের আসবাব, ডোকরার মূর্তি ইত্যাদি অনেক কিছু পাবেন এখানে। বছরের বিভিন্ন সময় এখানে এই ধরনের জিনিসের নানা প্রদর্শনীও হয়।