জানলার সামনে ছোট্ট টেবিল আর চেয়ার। বাড়ির খুদের পড়ার জায়গা। সেখানে খাবারের থালা রাখলেও বিরাট বকাঝকা! পড়ার টেবিলে খাবারের থালা!
টেবিল নিয়ে এমন খুঁতখুঁতানির দিন গিয়েছে। এখনকার কলকাতার ফ্ল্যাট কিংবা বাড়িতে পড়ার আর খাওয়ার টেবিল ছাড়াও অনেক রকমের টেবিলই দেখতে পাওয়া যায়। টেবিলগুলির উপযোগও বিভিন্ন রকমের। প্রতিটি ঘরে এখন আলাদা আলাদা টেবিল রাখা ভীষণই দরকার। এ বার আমরা জেনে নেব, কোন ঘরের টেবিলকে কী ভাবে সাজালে আপনার ঘরের ও গোটা বাড়ির সৌন্দর্য ফুটে উঠবে।
প্রথমত বলা ভাল, খাওয়ার ঘরের টেবিলের কথা। খাওয়ার ঘরের টেবিলে বেশি কিছু না রাখলেই হয়। টেবিলটির মাঝে একটি চামচের সেট এবং ফলের সাজিতেই ফুটে ওঠে তার রূপ। আপনি চাইলে টেবিলের উপর একটি সুন্দর কভারের ব্যবস্থা করতে পারেন। এর ফলে টেবিলের উপর কোনও রকম দাগ পড়ার আশঙ্কা থাকে না। যদি টেবিলটি কাঠের তৈরি হয়ে থাকে, তবে কভারের প্রয়োজন সচরাচর হয় না।