একটা দীর্ঘমেয়াদি স্তব্ধতা, সর্ব স্তরে স্থবিরতার পর আবার ধীরে ধীরে যখন সব স্বাভাবিক হচ্ছে, তখন শহরবাসীর অন্দরসজ্জাতেও চলছে নানা রদবদল। কারণ, দিনের বহুক্ষণ বাড়িতে কাটাতে শিখে গিয়েছে সবাই। সবাই এখন বাড়িতে কমফর্ট জোন খুঁজছে। বৈচিত্রের অভাবে বাড়ির বা ফ্ল্যাটের স্বল্প পরিসরেই রদবদল ঘটিয়ে বা ছোট অংশ, ছোট রুমকেই কী করে আরও ফাংশনাল করে তোলা যায় সেটা নিয়ে নানা পরিকল্পনা। ২০২১-এর কলকাতার হোম ডেকর ট্রেন্ডের মূলে রয়েছে ট্র্যাডিশনাল কমফর্টিং ডেকর।
• ছিমছাম, হালকা, আরামদায়ক এবং কার্যকরী অর্থাৎ একটা জায়গার মধ্যে বাড়ির কাজ, অফিসের কাজ, স্টাডি সব কিছুর স্থান কী ভাবে সঙ্কুলান করা যায়, সেটাই এ বছরের ট্রেন্ড।
• যেহেতু আর্থিক ভাবে সবাই সুস্থির নয়, তাই পকেটসই ফার্নিচার বা গৃহসজ্জার আনুষঙ্গিকের চাহিদা রয়েছে। যতটা কম খরচে, কম বাহুল্যে হওয়া সম্ভব।