শীত ফুরিয়ে বসন্ত এলে আমাদের পরিবেশে যেমন বদল আসে, তেমনই ধীরে ধীরে বদল হয় ঘরের সাজেও। ঠান্ডার জন্য জরুরি জিনিসপত্র তুলে রেখে ক্রমশ গ্রীষ্মকালের জন্য প্রস্তুত হয়ে ওঠেন এই শহরের বাসিন্দারা। এই সময় আপনার বাড়ির খুদে সদস্যটির ঘরেরও হাল বদলানো দরকার। নতুন খেলনা, সফ্ট টয়, পছন্দের ছবি, প্রিয় তারকার পোস্টার ইত্যাদি দিয়ে একটু ভেবেচিন্তে সাজালেই এই ঘরটি হয়ে উঠবে আপনার সন্তানের বিশেষ পছন্দের জায়গা। তা ছাড়া সামনেই দোল, রং খেলার আনন্দে মেতে উঠে ঘরের দেওয়াল যাতে না নোংরা করে, তার জন্য বাচ্চার ঘরে লাগান সুন্দর ওয়ালপেপার বা পছন্দের কার্টুনের স্টিকার। এমন হরেক জিনিস কিন্তু মিলবে এই শহরেই।
নিউ মার্কেট
নিউ মার্কেটে খুঁজলে মিলবে না এমন জিনিস কমই রয়েছে। আপনার সন্তানের পছন্দের সফ্ট টয় বা স্টিকার খুঁজতে বেশি কষ্টও করতে হবে না। নিউ মার্কেটের বাইরে রাস্তার ধারেই আপনি দেখতে পাবেন মিকি মাউস, টেডি বিয়ার, কুংফু পান্ডার মতো বিখ্যাত এবং জনপ্রিয় কার্টুনের সফ্ট টয়ের সম্ভার নিয়ে বসে আছেন একাধিক বিক্রেতা। দরদাম করে কয়েকটা কিনে ফেলতে পারলে আপনার সন্তানের ঘরের কিন্তু ভোল পাল্টে যাবে।