আরব্য রজনীর না হোক, ভাল প্রতিষ্ঠান থেকে কেনা গালিচা হতেই পারে আপনার বৈঠকখানার অঙ্গশোভা। অনেকেই কার্পেট বা গালিচা কেনা থেকে দূরে থাকেন। বেশি দামের কথা ভেবে পিছিয়ে যান। তবে এক বার কিনলে কিন্তু বহু দিন আপনার গৃহসজ্জার অন্যতম অংশ হয়ে থাকবে গালিচা। কলকাতার বাজারে অনেক রকমের গালিচা পাওয়া যায়। পসরা থেকে বেছে নিন আপনার সাধ ও সাধ্যমতো। তবে কেনার সময়ে ভাল প্রতিষ্ঠান থেকে কিনবেন। বলা হয়, যদি কোনও কার্পেট পিছন দিকে সহজেই মুড়ে ফেলা যায়, তা হলে তার গুণমান ভাল নয়। তাই কেনার সময় পরখ করে নিতে ভুলবেন না। কম ঘনত্বের গালিচা কিনবেন না। তা হলে সেটি সহজেই কুঁচকে যাবে।
নিয়মিত পরিষ্কার করা কিন্তু গালিচা ভাল রাখার অন্যতম শর্ত। সপ্তাহে অন্তত দু’বার ভ্যাকুয়াম ক্নিনার দিয়ে গালিচা পরিষ্কার করুন। গালিচার নীচের মেঝেও পরিষ্কার রাখার চেষ্টা করুন। ভাল কার্পেট প্যাড আপনার গালিচার আয়ু বৃদ্ধি করবে। ফোম, ফাইবার, নাইলন-সহ বহু উপাদানে তৈরি হয় কার্পেট প্যাড। গালিচার মতো কার্পেট প্যাডও কিনুন ঘনত্ব দেখে। কতটা মোটা, তা দেখে নয়।
বছরে বা দু’বছরে এক বার কোনও পেশাদারকে দিয়ে গালিচা পরিষ্কার করিয়ে নিন। গালিচার কোনও জায়গা যদি ছিঁড়ে যায় সঙ্গে সঙ্গে সেলাই করিয়ে নিন। বেশি দেরি করলে কিন্তু ওটা ক্রমশ বড় হয়ে যাবে।