কলকাতায় শীত এখন বিদায়বেলায়। এই বছরের মত শীতের পোশাক কিংবা লেপ-কম্বল-কাঁথার প্রয়োজন প্রায় ফুরিয়ে এসেছে বললেই চলে। এবার তাদের আলমারিতে গুছিয়ে রাখার পালা। তবে উলের পোশাক কিংবা লেপ কম্বল সাধারণ জামাকাপড়ের মতো শুধু গুছিয়ে রাখলেই হয় না। আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে এগুলির প্রয়োজন খুব কম সময়ের জন্যই হয়। বছরের বেশিরভাগ সময়টাই আলমারিবন্দি হয়ে থাকে। তাই গরমের পোশাক কিংবা লেপ, কম্বল ভাল ভাবে সংরক্ষণ করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হয়।
লেপঃ লেপ মূলত শিমুল তুলোর হয়ে থাকে।ফলে লেপ কাচা যায় না। তাই লেপ অবশ্যই কভার পরিয়ে ব্যবহার করবেন, এতে লেপ দীর্ঘদিন ভাল থাকে।। এবং লেপ তুলে রাখার আগে কভার খুলে ভাল করে কেচে নিন। এবং লেপটিকে রোদে রাখুন বেশ কিছুক্ষণ। এরপর লেপ আলমারিতে তুলে রাখুন। সঙ্গে ন্যাপথলিন বল রেখে দিন। এছাড়া কালো জিরে পুঁটুলি করে রেখে দিতে পারেন। এতে পোকামাকড় হয় না।
কম্বলঃ কম্বল কাচা যায়। তাই এটি আলমারিতে তোলার আগে উলের জিনিস কাচার জন্য যে সাবান পাওয়া যায়, তাই দিয়ে কেচে নিন। চাইলে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। তবে ঝক্কি এড়াতে দোকান থেকেও কাচিয়ে নিতে পারেন।