কলকাতার বসন্ত মানে যেমন মিষ্টি হাওয়া, তেমন সে হাওয়া নিয়ে আসে নানা রোগও। মরসুম বদলের সময়কার ঠান্ডা লাগা, পেট গোলমাল তো থাকেই। তার সঙ্গে এ সময়ে বসন্ত রোগ, হামের মতো নানা ধরনের অসুস্থতাও দেখা দিতে থাকে। তাই শরীর রাখতে হবে ভিতর থেকে তরতাজা।
মাঝেমধ্যে শীতল হাওয়া দিলেও ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে সে হাওয়া এখনও খানিকটা শুষ্ক। ফলে শরীর ভাল রাখতে খাওয়াদাওয়ার দিকে বিশেষ যত্ন দিতে হবে। যাতে শরীর ভিতর থেকে ঠান্ডা থাকে। আর আর্দ্রতাও বজায় থাকে।