'বসন্ত এসে গেছে' – আবহাওয়া বদলের সময় এটি। দেহে বিভিন্ন রোগের বাসা বাঁধারও সময় বটে। এই সময়ে যত বেশি তেতো জাতীয় খাবার খাবেন, তত নিজেকে সুস্থ রাখার দিকে আপনি এগবেন। চিকিৎসকদের মতে, এই সময় বদলানোর সময়ে বেশি করে সব্জিজাতীয় খাবার এবং তেতো খাবার খাওয়া উচিত। তেতো শুনলেই বাঙালি স্মৃতিতে প্রথম যে রান্নার কথা আসে, তা হল শুক্তো। শুক্তো 'ভেতো বাঙালি'র চিরকালীন প্রিয় পদ। এই প্রতিবেদনটিতে জেনে নেব, শুক্তো রান্নার প্রণালী।
উপকরণ :
১. ১টি করলা