সোনা নয়, এখন রুপোর গয়নাই হয়ে উঠেছে আভিজাত্যের প্রতীক। এক সময় মনে করা হত, সামর্থ্য না থাকলে তবেই কেউ উৎসব-অনুষ্ঠানে সোনার গয়না বদলে রুপোর গয়না পরেন। কিন্তু এখন এই ধারণা আমূল বদলে গিয়েছে। খাঁটি রুপো, অক্সিডাইজড সিলভার এবং স্টার্লিং সিলভার— এই তিন ধরনের রুপো ব্যবহার হয় গয়না তৈরি করতে। এখন তো এই শহরের গয়নাপ্রেমী মানুষজন তথা খ্যাতনামীরাও রুপোর মতো দেখতে জার্মান সিলভারের গয়না নানা উৎসব অনুষ্ঠানে স্বচ্ছন্দে পরেন। অনেকে বিয়ের দিনও সোনার বদলে রুপোর গয়না বেছে নেন। কিন্তু একটু অন্য রকম রুপোর গয়না পাবেন কোথায়? সনাতনী নকশা হোক হালফ্যাশনের ঝুটো রুপোর গয়না— কলকাতা শহরে খোঁজ করলে সবই পেয়ে যাবেন সহজে।
চাম্বা লামা
পুরনো নিউ মার্কেটে রুপোর গয়নার এই দোকানটি গয়নাপ্ৰেমী বাঙালিদের মধ্যে বেশ জনপ্রিয়। এখানে রয়েছে বিভিন্ন ধাঁচের, নানা ডিজাইনের, অনেক রকম অনুষ্ঠানে পরার জন্য রুপোর গয়না। বিভিন্ন চলচ্চিত্র বা সিরিয়ালে ব্যবহারের জন্যেও এখান থেকে গয়না নিয়ে যাওয়া হয়। তিব্বতি ধাঁচের নানা রকম হার, আংটি, কানের দুল পেয়ে যাবেন এখানে। তবে দাম নেহাত কম নয়।