বাঙালির সম্পর্কে প্রচলিত একটি কথা, বাঙালি কেনাকাটা করতে গেলে দরাদরি না করে পারে না। বাস্তবিক, আমরা কলকাতার মানুষজন আশেপাশে কিছু কিনতে গেলে, বিশেষ করে তা যদি হয় জামাকাপড়, তবে সস্তার জিনিস খুঁজে বেড়াই বহুক্ষণ ধরে। কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমাদের কেনাকাটার তীর্থক্ষেত্র কারণ এই মহানগরে এমন অনেক জায়গাই রয়েছে যেখানে সস্তায় পাওয়া যায় মন ভোলানো পোশাক আশাকের সম্ভার। অভিজাত বস্ত্রবিপণি ছাড়াও তাই এই সব অঞ্চল বহু বছর ধরেই মানুষকে টেনে রাখে।
নিউ মার্কেট
এটি কলকাতার প্রাচীনতম বাজারগুলির মধ্যে একটি যা পোশাক এবং আরও বিভিন্ন ধরনের জিনিসপত্রের জন্য বিখ্যাত। এটি তৈরি প্রায় ১৫০ বছরেরও আগে। কলকাতা কর্পোরেশনের তৎকালীন চেয়ারম্যানের নামানুসারে এটি স্যার স্টুয়ার্ট হগ মার্কেট নামে পরিচিত ছিল। এই নাম এখনও এই গ্র্যান্ড ভিক্টোরিয়ান-গথিক ভবনের প্রবেশপথের উপরে দেখা যায়। আপনি শাড়ি এবং অন্যান্য পোশাক সামগ্রীর বিপুল বৈচিত্র খুঁজে পেতে পারেন এই চত্বরে। কলকাতার নিউ মার্কেটের নাম এবং খ্যাতি ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিস্তৃত, যা প্রতিবেশী রাজ্য, প্রদেশ এবং বিদেশ থেকেও ক্রেতাদের এই কেনাকাটার স্বর্গে নিয়ে আসে।